বাংলাদেশি বংশোদ্ভূত ওই অস্ট্রেলিয়ান নাগরিক দুবাই থেকে ঢাকায় আসেন।
Published : 03 Feb 2024, 12:14 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কোটি ১৫ লাখ টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এম মাসুদ ইমাম নামের ৬১ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় নামেন।
বিমানবন্দর শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ ইমামের দেহ তল্লাশি করা হয়। তার মানিব্যাগে বড় আকারের একটি স্বর্ণের কয়েন পাওয়া যায়।
“এরপর তার কাছে একই রকম দেখতে আরও দুটি মানিব্যাগ পাওয়া যায়, সেগুলোর ভেতরও স্বর্ণ থাকতে পারে বলে সন্দেহ করা হয়।
“তখন তাকে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। তাতে তার দুটি মানিব্যাগে ২৮ টি স্বর্ণের বার পাওয়া যায়।”
ফারহানা বেগম বলেন, উদ্ধার স্বর্ণের মোট পরিমাণ ৩ কেজি ৪৯৮ গ্রাম। দাম আনুমানিক ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।
কাস্টমস আইনে মামলা করে মাসুদ ইমামকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।