নতুন ট্রেন চালু হলে ঢাকা, নরসিংদী, ভৈরববাজার এবং আশপাশের কর্মজীবী ও অফিসগামী মানুষের যাতায়াত সহজ হবে বলে রেল কর্তৃপক্ষ আশা করছে।
Published : 25 Mar 2025, 03:03 PM
ঢাকা-ভৈরব রেলপথে বুধবার চালু হচ্ছে নতুন ট্রেন ‘নরসিংদী কমিউটার’।
কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকালে এ ট্রেনের উদ্বোধন করবেন।
সকাল ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে আসবে, সকাল ৯টা ৫ মিনিটে কমলাপুরে পৌঁছাবে। আবার ফিরতি যাত্রায় সন্ধা সাড়ে ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাবে, রাত ৯টা ১০ মিনিটে ভৈরব পৌছাবে।
ভৈরববাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেনটিকে কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে এ ট্রেন সেবার উদ্বোধন করবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
নরসিংদী কমিউটার-১ ট্রেনটি ভৈরব বাজারের পরে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কাউন্টার থেকে এ ট্রেনের টিকেট পাওয়া যাবে।
গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা দিবসে ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জের পথে কমিউটার ট্রেন চালু হবে।
নতুন ট্রেন চালু হলে ঢাকা, নরসিংদী, ভৈরববাজার এবং আশপাশের কর্মজীবী ও অফিসগামী মানুষের যাতায়াত সহজ হবে বলে রেল কর্তৃপক্ষ আশা করছে।