পাশের একটি গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পাশের রাস্তা।
Published : 21 Feb 2025, 08:49 PM
ঢাকার খিলগাঁওয়ে তালতলা মার্কেটের কাছে একটি স মিলে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণের চেষ্টা করলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে আগুন লাগার খবর পান তারা।
রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, "প্রথমে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে পরে আরো ছয়টি ইউনিট যোগ দেয়।”
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় তালতলা মার্কেটের পেছনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, "ওই স-মিল খিলগাঁও থানার কাছেই। পাশের একটি গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়েছে। ক্রাউডের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছিল। এজন্য আমরা তালতলা মার্কেটের পেছনের দিকের সড়কটির একটি অংশ বন্ধ করে দিয়েছি।"
গাড়ির গ্যারেজে আগুন ছড়ানোর পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটছে জানিয়ে ওসি বলেন, “নিরাপত্তার কারণে ক্রাউড নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজ করছেন।"