৩ নভেম্বর থেকে দেশজুড়ে ২১৬টি অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৯ লাখ টাকা জরিমানা করার তথ্য দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
Published : 04 Jan 2025, 06:15 PM
দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গেল দুই মাসে প্রায় ৬০ হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দের তথ্য দিয়েছে পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।
পলিথিন ব্যাগের ব্যবহার রোধে গঠিত মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাসকে উদ্ধৃত করে শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৩ নভেম্বর থেকে দেশে ২১৬টি অভিযান চালানো হয়।
“এসব অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরদারি চালাতে শনিবার রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে যান মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। পরে সেখানে তিনি ব্রিফ করেন।
তপন কুমার বিশ্বাস বলেন, “পলিথিনের কারণে পরিবেশ দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং মাটির উর্বরতা নষ্ট করছে।”
ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “পাট ও কাপড়ের ব্যাগের পাশাপাশি মোমপালিশ করা কাগজের ব্যাগেও মাছ-মাংস নেওয়া যায়।”
মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদেস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।