গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা যান জায়েদা খাতুন; আহত হয় তার শিশুপুত্র।
Published : 13 May 2024, 06:18 PM
ময়মনসিংহের ভালুকায় সড়কে গৃহবধূর মৃত্যু এবং তার দেড় বছর বয়সী ছেলের আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারে ব্যবস্থা নিতে পুলিশ ও র্যাবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেই সঙ্গে শিশুটিকে আপাতত তার মামার জিম্মায় দিতে বলেছে আদালত।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদের আবেদনে সোমবার বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় সড়কে দুর্ঘটনার শিকার হন জায়েদা খাতুন (৩২) ও তার ছেলে মেহেদী হাসান।
পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ওই শিশু ও তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান মা মারা যান।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি বলে ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান।
এই দুর্ঘটনার খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, বিষয়টি আদালতে উপস্থাপন করলে শুনানি নিয়ে সংবিধানের অনুচ্ছেদ ৭ ও ১১২ এবং ফৌজদারী কার্যবিধির ৫৬১(১) ধারার ক্ষমতা প্রয়োগ করে আদালত কয়েকটি নির্দেশনা দেয়। এগুলো হলো-
১. ভালুকা মডেল থানায় দায়ের করা মামলাটি সঠিকভাবে তদন্ত করে দায়ী গাড়ি এবং আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য ভালুকা থানার ওসি, ময়মনসিংহের পুলিশ সুপারকে নির্দেশ;
২. আগামী ২০ মে অগ্রগতি প্রতিবেদন দাখিল, সুরতহাল রিপোর্ট ও অন্যান্য তথ্যাদি আদালতে দাখিল করার নির্দেশ;
৩. সংশ্লিষ্ট এলাকার ডিআইজিকে মামলাটি তদারকি করার নির্দেশ;
৪. র্যাবের মহাপরিচালককে আসামি গ্রেপ্তারের জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ;
৫. ভিন্নরূপ দাবি না থাকায় জায়েদার শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য আপাতত তার মামার কাছে হস্তান্তরের নির্দেশ;
৬. শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা এবং এ ব্যাপারে পদক্ষেপসমূহ প্রতিবেদন আকারে ২০ মে আদালতে দাখিলের নির্দেশ;
৭. শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ এবং ময়মনসিংহ ও সুনামগঞ্জ লিগ্যাল এইড কমিটিকে যথাযথ সহযোগিতা প্রদানের নির্দেশ।
সড়কে 'অজ্ঞাত' মায়ের মৃত্যু, বেঁচে যাওয়া শিশুর কান্না থামছেই না