বাংলা একাডেমি প্রবর্তিত এ দুটি পুরস্কার পৃথক দুটি অনুষ্ঠানে বিতরণ করা হবে।
Published : 30 Apr 2024, 08:27 PM
রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্রসংগীত-চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে বাংলা একাডেমি।
অন্যদিকে নজরুল-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানাকে নজরুল পুরস্কার ২০২৪-এ ভূষিত করা হয়েছে।
বাংলা একাডেমি প্রবর্তিত এ দুটি পুরস্কার পৃথক দুটি অনুষ্ঠানে বিতরণ করা হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার দিয়ে আসছে। প্রতি বছর দুজনকে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। সঙ্গে দেওয়া হয় সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।
অন্যদিকে নজরুল পুরস্কার প্রবর্তন করা হয় ২০২২ সালে। পুরস্কার হিসেবে দেওয়া হয় ২ লাখ টাকার চেক, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।
বাংলা একাডেমি জানায়, আগামী ২৫ বৈশাখ ১৪৩১ (৮ মে ২০২৪) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার ২০২৪ বিতরণ করা হবে।
এছাড়া আগামী ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ (২৩ মে ২০২৪) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল পুরস্কার বিতরণ করা হবে।