রাকিব টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতির কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
Published : 21 May 2024, 01:36 AM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টায় শহীদ এ টি এম জাফর আলম আরাকানের সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসাইন।
নিহত রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার মৃত আব্দুল হামিদের ছেলে।
তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতির (বিজিএস) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে অল্প সময় বৃষ্টিপাত হয়েছে। এতে মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের কাছে রাস্তার ওপর পানি জমে। রাকিব টেকনাফ সদরের দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল সেই পানিতে পিছলে রাকিব ছিটকে পড়েন। তখন কক্সবাজারগামী ট্রাকটি রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আবুল হোসাইন বলেন, ক্যাম্পের কাজ বিকালেই শেষ করেছিলেন রাকিব। পরে মোচনী বাজারে পরিচিতদের সঙ্গে সময় কাটিয়ে টেকনাফ সদরে ফিরছিলেন।
তিনি বলেন, মৃতদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।