Published : 01 May 2024, 10:01 AM
বেহুলা বাংলা
নয়নতারারা জানে একদিন নদীপারে আমাদের মিলন হবে
অন্যথায় রূপসী ফুলেরা ফুলশয্যার রাতে কীভাবে বল সাজবে
শ্রাবণের মেঘ জানে শরৎবার্তা আনে মেঘনাদ ঢাকের আওয়াজ
তাই তো আকাশে শুনি বেজে ওঠে মন্দ্রধ্বনি সঘন শব্দবাজ
বনের পাখীরা জানে অচিরেই মাঠে-ঘাটে শুরু হবে সঙ্গীতের মেলা
তাই তো মহানন্দে রেওয়াজ করে চলে তারা সকাল-সন্ধ্যাবেলা
আষাঢ় সুনিশ্চিত জানে এ মিলনে ব্যথা-বেদনাও কিছু রইবে
অন্যথায় কেন সে রাত্রিদিন এমন অঝোর ধারায় বল ঝরবে;
তুমিও জান বেহুলা এ মিলন আমাদের চূ‚ড়ান্ত কিছু নয়
মিলন হলেই ঘটে বিচ্ছেদ চিরটাকাল এমনই তো হয়
তখন তুমি খুঁজবে আমায় একা বিষণ্ণ গাঙুরের পারে
তোমায় খুঁজে ফিরব আমি অমরার অলৌকিক পথের ধারে
হয়তো পাব হয়তো পাব না তবে সেটাই শেষ কথা নয়
ক্ষণিক তো পেয়েছিলাম তোমায় দুঃখিনী এই জলজ বাংলায়