১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আদিবাসী নারীর ঘর কীভাবে ছোট হয়ে আসে?
সত্তরোর্ধ্ব এই ম্রো নারী বনপাহাড়ে কত শ্বাপদ-সংকুল জীবন ফেলে এসেছেন তা বর্ণনাতীত। এখন শেষ জীবনে ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে দেখছেন ছোট হয়ে আসা তার পৃথিবীটাকে। রেংয় ম্রো পাড়া, দোছড়ি ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। ছবি: উসিথোয়াই মারমা