ইমরানের বাড়ি থেকে শূন্য হাতে ফিরেছে প্রতিনিধি দল

ইমরান সেনাবাহিনীর স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 03:59 PM
Updated : 19 May 2023, 03:59 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান পার্কের বাড়িতে পাঞ্জাব পুলিশের তল্লাশি অভিযান করতে চাওয়া নিয়ে সৃষ্ট অচলাবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেছে।

অচলাবস্থার অবসানে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের একটি প্রতিনিধি দল শুক্রবার ইমরানের সঙ্গে আলোচনা করতে ‍তার বাড়িতে গিয়েছিল। কিন্তু তল্লাশির বিষয়ে কোনো ব্যবস্থা ছাড়াই তাদের ফিরে আসতে হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তল্লাশি অভিযানের বিষয়ে একমত হওয়া যায়নি।”

তার আগে এক বিবৃতিতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছিলেন, ‘‘যত দ্রুত জামান পার্কের বাড়িতে অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়া হবে, আমরা বাড়ির বাইরে মোতায়েন করা পুলিশ বাহিনীকে ফেরত নিয়ে নেব।’’

গত বুধবার থেকে ইমরানের জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে পাঞ্জাব পুলিশ। তাদের ‍অভিযোগ, গত ৯ মে ইমরানকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত ‘৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী’ জামান পার্কের বাড়িতে লুকিয়ে আছে।

তাদের পুলিশের হাতে তুলে দিতে প্রথমে তারা ইমরানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

তারপর শুক্রবার চার সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়।

Also Read: ইমরানের বাড়িতে প্রতিনিধি দল পাঠাবে পাঞ্জাব পুলিশ: আমির মীর

Also Read: সেনাবাহিনীর স্থাপনায় হামলার নিন্দা ইমরানের, তদন্ত দাবি