ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে আল শিফার আউটডোর এলাকায় একটি টানেলের প্রবেশপথ দেখানো হয়েছে।
Published : 17 Nov 2023, 10:01 AM
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় হামাস যোদ্ধাদের ব্যবহার করা টানেলের একটি ‘খাদ’ খুঁজে পেয়েছে।
ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে আল শিফার আউটডোর এলাকায় একটি টানেলের প্রবেশপথ দেখানো হয়েছে। সেখানে একটি গভীর গর্ত। সেটি কংক্রিট, কাঠের ধ্বংসস্তূপ ও বালি দিয়ে ঘেরা।
রয়টার্স বলছে, দেখে মনে হয়েছে, এলাকাটি খোঁড়া হয়েছে, পেছনে একটি বুলডোজারও দেখা গেছে। তারা তাৎক্ষণিকভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা হাসপাতালটিতে একটি গাড়ি পেয়েছে, তাতে বিপুল সংখ্যক অস্ত্র ছিল।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে হামাস বলেছে, “তারা আল শিফা হাসপাতালকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে, পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন দাবি নির্জলা মিথ্যা বর্ণনার পুনরাবৃত্তি, যা দখলদার সেনাবাহিনীর মুখপাত্রের দুর্বল ও হাস্যকর অভিনয়ের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।”
বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, আল শিফা হাসপাতালে হামাসের কার্যক্রমের বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে আস্থা রাখে, এটি শেয়ার বা এর বিস্তারিত জানানো হবে না।
৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন প্রাণঘাতী হামলা চালায় হামাস। ওই হামলায় ১২০০ জন নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বোমাবর্ষণ ও স্থল অভিযানে এ পর্যন্ত অন্তত ১১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে ৪৭০০ জন শিশু। জাতিসংঘ এ সংখ্যাকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করছে।
আরও পড়ুন:
গাজার আল-শিফা হাসপাতালে এলোপাতাড়ি গুলি ইসরায়েলের