হাসপাতালটির সর্বত্র ছড়িয়ে আছে ইসরায়েলি সেনারা। তারা সবদিকেই এলোপাতাড়ি গুলি চালাচ্ছে বলে জানিয়েছেন ভেতরে থাকা এক সাংবাদিক।
Published : 16 Nov 2023, 10:22 PM
গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় এখনও ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। সেখানকার এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক বিবিসি-কে জানিয়েছেন, হাসপাতালটির সর্বত্র ছড়িয়ে আছে ইসরায়েলি সেনারা। তারা সবদিকেই এলোপাতাড়ি গুলি চালাচ্ছে।
সেনারা সাঁজোয়া বুলডোজারও ভেতরে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) প্রথম হাসপাতালে ঢোকে বুধবার সকালে। গতরাতে তারা হাসপাতালটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হামাসের অস্ত্র ও অন্যান্য জিনিস বিবিসি-কে দেখিয়েছে।
ইসরায়েল বলছে,তাদের বিশেষ বাহিনী হাসপাতালের নিচে হামাসের কন্ট্রোল এবং কমান্ড সেন্টারকে নিশানা করেই অভিযান চালাচ্ছে। যদিও হামাস হাসপাতালে তাদের এমন কোনও ঘাঁটি থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েলি সেনারা হাসপাতালের প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার বিকালে ইসরায়েলি বাহিনী হাসপাতালের কিছু বিভাগ ধ্বংস করেছে বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাসপাতালটির প্রধান কর্মকর্তা বলেছেন, হাসপাতালটিতে অক্সিজেন ফুরিয়ে গেছে। তৃষ্ণার্ত রোগীরা চিৎকার করছে।
গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী কয়েকবার আল–শিফা হাসপাতালকে হামলার নিশানা করেছে। এবার তারা সরাসরি হাসপাতালটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।