ইরানে মৃত্যুদণ্ডের সাজার মুখে শতাধিক বিক্ষোভকারী

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ দাবি করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2022, 05:25 PM
Updated : 28 Dec 2022, 05:25 PM

নীতি পুলিশের হেফাজতে এক কুর্দি তরুণীর মৃত্যু ঘিরে ইরান জুড়ে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেওয়া ১০০র বেশি বিক্ষোভকারীকে বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা এমন অভিযোগ আনা হয়েছে যার শাস্তি মৃত্যুদণ্ড।

নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এমনটাই দাবি করেছে বলে জানায় বিবিসি।

আইএইচআর মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে ১০০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। যাদের হয় সাজা হয়েছে অথবা গুরুতর অভিযোগ এনে তাদের বিচার চলছে।

ইরানের কর্মকর্তাদের ঘোষণা করা নাম অথবা পরিবারের পক্ষ থেকে বা সাংবাদিকদের মাধ্যমে ওই নামগুলো পেয়েছে আইএইচআর।

আইএইচআর কর্তৃপক্ষ বলেছে, যেসব বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বা মৃত্যুদণ্ড পাওয়ার মুখে রয়েছেন তাদের প্রকৃত সংখ্যা হয়তো আরো বেশি। কিন্তু ইরান প্রশাসন তাদের পরিবারকে চাপের মুখে রেখেছে, যেন তারা চুপ থাকে।

এ মাসের শুরুতে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের খবর ইরান সরকার থেকেই প্রকাশ করা হয়েছে। তারা হলেন মহসেন শেকারি ও মাজিদরেজা রহনাভার্দ। দুইজনের বয়সই ২৩ বছর ছিল।

গত সোমবার ইরানের এই বিক্ষোভ শততম দিনে গড়িয়েছে।

Also Read: ইরানে বিক্ষোভ শততম দিনে

Also Read: চলমান বিক্ষোভের মধ্যে নীতি পুলিশ বিলুপ্ত করছে ইরান

Also Read: সরকারবিরোধী বিক্ষোভ: প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে এবারের বিক্ষোভে বলতে গেলে নারীরাই নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নিচ্ছেন।

আইএইচআর এর পরিসংখ্যান অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত ৪৭৬ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৬৪ জন অপ্রাপ্ত বয়স্ক এবং ৩৪ জন নারী।

ইরান সরকারের পক্ষ থেকে বিক্ষোভে প্রায় দুইশ মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে।