আফগানিস্তানের সর্বোচ্চ তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়াদের বরখাস্ত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আখুন্দজাদার ডিক্রিতে বলা হয়েছে, কর্মকর্তাদের উচিত তাদের ছেলে বা পরিবারের অন্যান্য সদস্যরা যারা নিয়োগ পেয়েছে, তাদেরকে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে স্বজনদের চাকরিতে নেওয়া থেকে বিরত থাকা।
২০২১ সালে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পরই বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বিদায় করেছে। আবার অনেকে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।
এরপরই দেশটির শীর্ষ পর্যায়ে, অর্থাৎ সরকারের বিভিন্ন দপ্তরে আসীন হয় তালেবানের লোকেরা। অভিযোগ আছে, ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে ঊর্ধ্বতনদের সুপারিশ বা তদবিরে অনভিজ্ঞ লোকজনের চাকরি হয়েছে।
তালেবানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ছেলেকে সরকারি পদে বসিয়েছেন বলে অভিযোগ ওঠার পর আখুন্দজাদার এমন ডিক্রি জারি হল। পাকিস্তানের পেশাওয়ার ভিত্তিক দ্য আফগান ইসলামিক প্রেস একথা জানিয়েছে।
আখুন্দজাদার ডিক্রির একটি ছবি শনিবার প্রশাসনিক বিষয়ক কার্যালয়ের টুইটার পেজে পোস্ট করা হয় বলে জানিয়েছে বিবিসি।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানঅর্থনৈতিক ও মানবিক সংকটে ভুগছে। দুই দশক ধরে দেশটিতে লড়েছে বিদেশি বাহিনী। এ সময়ে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয় এবং বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই তাদের সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে আফগান সরকারের গচ্ছিত অর্থসহ বিভিন্ন সম্পত্তিও আটকে দেওয়া হয় এবং বিদেশি সহায়তা কমে যায়।