এই দুর্যোগে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
Published : 14 Feb 2024, 12:10 AM
ব্রাজিলের দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যাওয়া সাইক্লোনের প্রভাবে প্রবল বৃষ্টি, ঝড়, বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় হিও গ্রাঞ্জে দো সু-র রাজ্যে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তাতে ঢলের পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এই দুর্যোগে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ৫ হাজার মানুষের শহর মুকুমের ৮৫ শতাংশ বন্যায় ডুবে গেছে। কয়েকশ মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায় আছেন।
রাজ্যের গভর্নর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, তার এলাকায় এমন প্রাকৃতিক দুর্যোগ আর হয়নি।
মুকুম থেকে আরও ১৫টি মৃতদেহ উদ্ধার করার পর এ রাজ্যে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে মুকুমের মেয়র জানিয়েছেন।
প্রতিবেশী রাজ্য সান্তা কাতারিনায় আরেকজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ব্যবহার করে বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, যে কোনো সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত আছে। যেখানেই সমস্যা হবে, সেখানেই লোকজনকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার উপস্থিত থাকবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুমণ্ডল উষ্ণ হয়ে ওঠায় বিশ্বজুড়ে প্রবল বৃষ্টির ঘটনা বেড়ে গেছে। শিল্পযুগ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রায় ১ দশমিক ২ সেলসিয়ার বেড়েছে। বিশ্বের সরকারগুলো বায়ু দূষণ হ্রাস করার যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিশ্বের তাপমাত্রা বাড়তেই থাকবে। সংবাদসূত্র: বিবিসি ও রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)