Published : 04 Mar 2024, 08:15 PM
গাজায় মানবিক বিপর্যয়ের তীব্রতা কমাতে ইসরায়েল যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
একইসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে দেওয়া বক্তব্যে হ্যারিস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি করা এবং ছয়সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তি মেনে নেওয়ার জন্য হামাসকে আহ্বান জানান।
হ্যারিস বলেন, “গাজার মানুষ অনাহারে আছে। সেখানকার পরিস্থিতি অমানবিক। সাধারণ মানুষের জন্য আমাদের মানবতা কিছু একটা করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে।”
তিনি আরও বলেন, “গাজায় ত্রাণ সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও বেশিকিছু করতে হবে। কোনও অজুহাত চলবে না।”
ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সবচেয়ে কড়া ভাষার মন্তব্য এটি। হ্যারিসের এমন কথায় যুক্তরাষ্ট্র সরকারের ভেতরে গাজা যুদ্ধ নিয়ে তীব্র হতাশারই প্রতিফলন ঘটেছে।
হ্যারিস বলেন, “ইসরায়েলকে নতুন সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে। ত্রাণ সরবরাহের ওপর অযথাই বিধিনিষেধ আরোপ বন্ধ করতে হবে। মানবিক ত্রাণ কর্মকর্তা এবং ত্রাণবহরগুলো যাতে হামলার লক্ষ্য না হয় সেই সুরক্ষা দিতে হবে। মৌলিক সেবাগুলো চালুর জন্য কাজ করতে হবে এবং গাজার মানুষের প্রয়োজন মেটাতে খাবার, পানি এবং জ্বালানি পৌঁছে দেওয়ার জন্য শৃঙ্খলা ফেরাতে হবে।”
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।