অ্যালকোহল পান সংক্রান্ত বিধিমালা হালনাগাদ করার জন্য নতুন খসড়া তৈরি করেছে।
Published : 21 Oct 2023, 02:35 AM
বিমান চালানোর সময় পাইলটদের সুগন্ধি ব্যবহারও নিষিদ্ধ করতে চায় ভারতের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। পাইলটদের মদ পানে নিষেধাজ্ঞা যে বিধিমালায় রয়েছে, সেই বিধিমালায় এখন সুগন্ধি যোগ করার প্রস্তাব করেছে তারা।
‘অফিস অব দ্য ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সম্প্রতি তাদের অ্যালকোহল পান সংক্রান্ত বিধিমালা হালনাগাদ করার জন্য নতুন খসড়া তৈরি করেছে। সেখানে নিষিদ্ধের তালিকায় অ্যালকোহলিক পানীয়ের সঙ্গে আরও যে কয়েকটি যোগ করা হয়েছে, তার মধ্যে রয়েছে পারফিউম বা সুগন্ধির নাম।
এতে বলা হয়েছে, কোনো ক্রু সদস্য কোনও ধরনের মাদক/ফরমুলেশন ব্যবহার করতে পারবেন না কিংবা মাউথওয়াশ/টুথজেল/পারফিউমের মতো কোনো জিনিস, এমনকি অ্যালকোহলিক উপাদান আছে এমন কোনো দ্রব্য ব্যবহার করতে পারবেন না। কারণ এতে ‘ব্রেথ অ্যানালাইজার টেস্টে’ (যে পরীক্ষার মাধ্যমে নিঃশ্বাসে অ্যালকোহলের মাত্রা পরিমাপ করা হয়) ফল পজিটিভ আসতে পারে।
সুগন্ধিতে সামান্য পরিমাণ অ্যালকোহল থাকলেও তা দেহে ব্যবহারের ফলে ‘ব্রেথ অ্যানালাইজার টেস্টে’ ফল ভুল করে পজিটিভ আসতে পারে কি না, তা যদিও স্পষ্ট নয়। সংবাদ সূত্র: সিএনএন
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)