ওই শিশু সদনটির নাম আঁচল গার্লস হোস্টেল। ভোপাল শহর থেকে ২০ কিলোমিটার দূরের শিশুসদনটি একটি এনজিও দ্বারা পরিচালিত।
Published : 06 Jan 2024, 07:01 PM
ভারতের ভোপালে একটি শিশুসদন থেকে ২৬ টি মেয়ে উধাও হয়ে গেছে। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবেই ওই শিশুসদনটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য সরকারের কাছে এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন বলে জানায় এনডিটিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে চৌহান আরো বলেন, “পারওয়ালিয়া পুলিশ স্টেশন এলাকায় অবৈধ একটি শিশু সদনের ২৬টি মেয়ে উধাও হয়ে গেছে বলে আমি জানতে পেরেছি।
“এ ঘটনার গুরুত্ব এবং সংবেদনশীলতার বিষয়টি মাথায় রেখে আমি রাজ্য সরকারের কাছে ঘটনাটি বিবেচনায় নেওয়ার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
ওই শিশু সদনটির নাম আঁচল গার্লস হোস্টেল। ভোপাল শহর থেকে ২০ কিলোমিটার দূরে ওই শিশুসদনটি একটি এনজিও দ্বারা পরিচালিত। তারা দেশের নানা প্রান্ত থেকে শিশুদের উদ্ধার করে অবৈধ ওই শিশুসদনে রাখে বলে জানিয়েছে চাইল্ড প্রোটেকশন কমিশন।
স্থানীয় বাসিন্দা পবন এনডিটিভিকে বলেন, “চার-পাঁচ বছর ধরে ওই শিশুসদনটি চলছে। সদনের ভেতরে কাউকে যেতে দেওয়া হয় না। সেখানে থাকা মেয়েদের মাঝে মাঝে বাজারে নিয়ে যাওয়া হয়। প্রায়ই মাঝরাতে দুই-তিনটা গাড়ি সেখানে আসে এবং রাত ২-৩টার দিকে আবার চলে যায়। ম্যাডাম মেয়েগুলোকে বাজারে এবং স্কুলে নিয়ে যান।”
ওই হোস্টেলের মেয়েদের জোর করে খ্রিস্টান ধর্মের আচার পালনে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে বলে জানায় এনডিটিভি। নথি অনুযায়ী, শিশুসদনটিতে ৬৮টি শিশু আছে। যদিও সেখানে মাত্র ৪১টি মেয়েকে খুঁজে পাওয়া গেছে। ওই মেয়েগুলো মধ্যপ্রদেশ, গুজরাট এবং ঝাড়খণ্ড থেকে আসা।
এ ঘটনায় পারওয়ালিয়া পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
সাব-ডিভিশনাল পুলিশ অফিসার মনজু তিওয়ারি বলেন, “আমরা এ ঘটনায় অপরাধ তদন্ত শুরু করছি এবং আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা হয়েছে কিশোর আইনে।”