উত্তরাঞ্চলের উপকূলীয় শহর সেন্ট লুইসের কাছে নৌকাটি ডুবে যায়, এ সময় জলযানটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিল।
Published : 01 Mar 2024, 11:25 AM
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী আমাদৌ বা এসব তথ্য জানিয়েছেন।
অভিবাসী সহায়তা পরিষেবা ‘অ্যালার্ম ফোন’ সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলের উপকূলীয় শহর সেন্ট লুইসের কাছে নৌকাটি ডুবে যায়, এ সময় জলযানটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিল। তাদের মধ্যে কিছু মানুষ তীরে ফিরতে পারলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছে।
রয়টার্ জানিয়েছে, গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে হাজার হাজার মানুষ ইউরোপে পৌঁছানোর চেষ্টায় আটলান্টিক মহাসাগরের বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে অনেকেই মহাসাগরে চিরদিনের মতো হারিয়ে যায়। কিন্তু এ জলপথে প্রতি বছর ঠিক কতোজনের মৃত্যু হয় তার মোট সংখ্যা অজানাই থেকে যায়।
গত বছর সেনেগাল বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার মধ্য দিয়ে গিয়েছে। এর মধ্যে কেপ ভার্দের কাছে একটি উল্টে যাওয়া নৌকার প্রায় ৬০ আরোহী নিখোঁজ হওয়ার ঘটনা অন্যতম।
গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পশ্চিম আফ্রিকা থেকে নৌকাযোগে ৩৯৯১০ জন অভিবাসন প্রত্যাশী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছায় বলে জানিয়েছে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) ।