ইসরায়েলের বিমান হামলায় গাজায় এরইমধ্যে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
Published : 26 Oct 2023, 01:50 PM
ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রকাশ করছে তাতে তার ‘আস্থা নেই’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের এ কথা বলেন বলে জানায় বিবিসি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজার উপর যে তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় দুই হাজার ৭০০ জনই শিশু।
বুধবারের সংবাদ সম্মেলনে নিহতের এই সংখ্যা উল্লেখ করে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে বাইডেন বলেন, “(গাজায়) কত মানুষ নিহত হয়েছে সেটা নিয়ে ফিলিস্তিনিরা সত্য বলছে কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমি নিশ্চিত যে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে এবং একটি যুদ্ধ শুরু হলে এভাবেই তার মূল্য দিতে হয়।”
বিরতি নাকি যুদ্ধবিরতি, জাতিসংঘে দুই প্রান্তে যুক্তরাষ্ট্র-রাশিয়া
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বেসমরিক নাগরিকদের মৃত্যুর হার কমানো বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছিল। ইসরায়েল সে আহ্বানে সাড়া দিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, “ইসরায়েলের উচিত দারুণ সতর্ক থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া যে, যারা এই যুদ্ধের উসকানি দিয়েছে তারা তাদেরই ধ্বংস করছে। এবং যখন এমনটা হবে না তখন তা ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যাবে।
“তবে ফিলিস্তিনিরা যে সংখ্যার কথা বলছে তাতে আমার কোনো আস্থা নেই।”
গত ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস অতর্কিত এক হামলা চালিয়ে ইসরায়েলে ১ হাজার ৪০০ এরও বেশি মানুষকে হত্যা করে। যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হামলায় সোমবার পর্যন্ত ফিলিস্তিনে ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১১ লাখের বেশি মানুষ।