গাজায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় আহত ও ঘরবাড়ি হারা বাস্তুচ্যুত হাজার হাজার মানুষে হাসপাতালগুলো ভর্তি হয়ে আছে।
Published : 10 Nov 2023, 11:43 AM
গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডটির অন্তত তিনটি হাসপাতাল বা হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় আহত ও ঘরবাড়ি হারা বাস্তুচ্যুত হাজার হাজার মানুষে হাসপাতালগুলো ভর্তি হয়ে আছে, শুক্রবারে সেখানে হামলা চালিয়ে দেশটি ফের ফিলিস্তিনি জনপদটির স্বাস্থ্য ব্যবস্থাকে বিপদগ্রস্ত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, “গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি দখলদাররা বেশ কয়েকটি হাসপাতালে একযোগে হামলা চালিয়েছে।”
ইসরায়েল গাজা সিটির বৃহত্তম হাসপাতাল আল শিফার প্রাঙ্গণে হামলা চালিয়েছে আর তাতে হতাহতের ঘটনা ঘটেছে বলে কিদরা জানিয়েছেন, কিন্তু কতোজন হতাহত হয়েছে বিস্তারিত জানাননি।
ইসরায়েল বলছে, আল শিফার নিচে ভূগর্ভে কমান্ড সেন্টার ও টানেল লুকিয়ে রেখেছে হামাস। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি এসব অভিযোগ অস্বীকার করেছে।
কিদরার বিবৃতির বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, রয়টার্সও স্বতন্ত্রভাবে তার অভিযোগ যাচাই করে দেখতে পারেনি।
৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে সশস্ত্র ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় অবিরাম প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী।
তাদের লাগাতার হামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০৮১২ জন নিহত হয়েছে এবং তাদের মধ্যে ৪০ শতাংশ শিশু বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। হাজার হাজার আহততে গাজার হাসপাতালগুলো উপচে পড়ছে, এর সঙ্গে ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজা প্রায় জ্বালানিবিহীন হয়ে পড়েছে, ফলে বৈদ্যুতিক জেনারেটরগুলো আর চালানো যাচ্ছে না। দেখা দিয়েছে পরিষ্কার পানির অভাব, মেডিকেল সরবরাহও প্রায় ফুরিয়ে আসছে। এ অবস্থায় পরিস্থিতি সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটির ৩৫টি হাসপাতালের মধ্যে ১৮টি এবং অন্য ৪০টি স্বাস্থ্য কেন্দ্র বোমা হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অথবা জ্বালানির অভাবে অকার্যকর হয়ে পড়েছে।
শুক্রবার ফিলিস্তিনি গণমাধ্যম আল শিফা হাসপাতালের ভিডিও ফুটেজ প্রকাশ করে বলেছে, সেটি হাসপাতালটির পার্কিং লটে ইসরায়েলের হামলার পরবর্তী চিত্র। পার্কিং লটটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল আর সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণ করছিল বলে জানিয়েছে তারা। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
ভিডিও ফুটেজে স্ট্রেচারে উঠানো এক ব্যক্তির মৃতদেহের পাশে প্রচুর রক্ত জমে থাকতে দেখা গেছে।
মাইক্রোব্লগিং সাইট এক্সে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, “(আল শিফার) কাছে চলমান হামলা ও লড়াইয়ে কারণে সেখানে আশ্রয় নেওয়া কয়েক হাজার বেসামরিকদের (যাদের মধ্যে অনেক শিশু আছে) অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে আছি: তারা সেখানে আশ্রয় ও চিকিৎসা সেবা নিতে চাইছে।”
গাজার স্বাস্থ্য কর্মকর্তা কিদরা জানান,শুক্রবার আল-রানতিসি পেড্রিয়াটিক হাসপাতাল ও আল-নসর শিশু হাসপাতালে ‘সরাসরি ধারাবাহিক হামলা ও বোমাবর্ষণ করা হয়েছে”।
তিনি জানান, আল-রানতিসি হাসপাতালে চালানো হামলায় সেখানে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়।
ইন্দেোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, রাতে গাজার উত্তরপ্রান্তে অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটেছে, তাতে হাসপাতালের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কারা এই বিস্ফোরণের জন্য দায়ী এবং তাতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করেনি তারা।
বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “ইন্দোনেশিয়া ফের বেসামরিকদের ওপর ও বেসামরিক স্থাপনায় বর্বর হামলার নিন্দা জানায়, বিশেষ করে গাজার মানবিক স্থাপনাগুলোতে।”
আরও্র পড়ুন:
গাজা ভূখণ্ড জয়, দখল বা শাসন করবে না ইসরায়েল: নেতানিয়াহু
গাজায় ইসরায়েলি হামলা থেকে পালানোর পথ রাফাহ ক্রসিং আবার খুলেছে
উত্তর গাজায় দৈনিক চার ঘণ্টা বিরতি দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র