পরিত্যক্ত একটি বিমানের মূল কাঠামোটিকে একটি ট্রেইলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল।
Published : 30 Dec 2023, 01:12 PM
ভারতের বিহার রাজ্যের মতিহারি শহরের এক ফ্লাইওভারের নিচে একটি বিমান আটকা পড়েছিল। এতে শহরটিতে বড় ধরনের ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়।
পরিত্যক্ত একটি বিমানের মূল কাঠামোটিকে একটি ট্রেইলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল, পথে শুক্রবার মতিহারির পিপরাকোঠিতে ঘটনাটি ঘটে। এতে একটি অদ্ভুত দৃশ্যের সূচনা হয় আর ভারতের ২৭ নং জাতীয় মহাসড়কে বড় ধরনের ট্র্যাফিক জ্যাম দেখা দেয়।
জাতীয় মহাসড়ক ধরে গন্তব্যের দিকে এগোনোর সময় পিপরাকোঠিতে ট্রাকে থাকা বিমানটির কাঠামো ফ্লাইওভারের নিচে আটকে যায়। এরপর সেভাবেই অনেকক্ষণ ধরে অনিশ্চিতভাবে পড়ে থাকে। সেখানে বহু লোক জমে যায়, অনেকেই ছবি তুলতে থাকে ও ভিডিও করে।
এর মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা বিমানটিকে এড়িয়ে কীভাবে যাওয়া যায় তার চেষ্টা করতে থাকেন পথচারি ও গাড়িচালকরা।
ট্রাক চালকের ভুলেই এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ট্রাক চালক ভেবেছিলেন, তিনি তার ট্রাকের ওপর থাকা বিমানটি নিয়েই ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু তা হয়নি।
পরে বিমানসহ ট্রেইলর ট্রাকটিকে নিরাপদে মুক্ত করা সম্ভব হয়। এরপর সেটি আবার গন্তব্যের পথে রওনা হয়।
২০২২ সালের নভেম্বরেও ভারতের অন্ধ্রপ্রদেশে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবারও ট্রেইলার ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় অন্ধ্রের বাপাতলা জেলার একটি আন্ডারপাসের নিচে আটকা পড়েছিল আরেকটি বিমান।