পাকিস্তানের মার্কিন ডলারের ওপর নির্ভরশীলা থেকে সরে আসার ক্ষেত্রে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
Published : 13 Jun 2023, 03:54 PM
রাশিয়া থেকে হ্রাসকৃত দামে কেনা অপরিশোধিত তেলের মূল্য প্রথমবারের মতো চীনা মুদ্রায় পরিশোধ করেছে পাকিস্তান।
দেশটির জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক সোমবার একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটি সরকারি পর্যায়ে আমদানি ব্যয় পরিশোধে এতদিন ব্যাপকভাবে মার্কিন ডলারের ওপর নির্ভরশীল ছিল, সেখান থেকে সরে আসার ক্ষেত্রে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা পাকিস্তান রিজার্ভ ঘাটতির কারণে আমদানি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার হ্রাসকৃত মূল্যের অপরিশোধিত তেল দেশটির জন্য বিরাট স্বস্তি হয়ে এসেছে।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে এখন যে পরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ আছে, তা দিয়ে সর্বোচ্চ এক মাসের নিয়ন্ত্রিত আমদানি ব্যয় মেটানো যাবে।
কয়েক মাস আগে মস্কো ও ইসলামাবাদের মধ্যে হ্রাসকৃত দামের রুশ তেল নিয়ে যে চুক্তি হয়, তার আওতায় রোববার প্রথম কার্গো করাচিতে পৌঁছায়। সেখানকার বন্দরেই অপরিশোধিত ওই তেল এখন খালাস হচ্ছে।
টেলিফোনে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী মালিক রয়টার্সকে চুক্তির বিস্তারিত, তেলের দাম কিংবা কী পরিমাণ ছাড় পাকিস্তান পেয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।
শুধু বলেছেন, “মূল্য চীনা ইউয়ানে (আরএমবি) পরিশোধ করা হয়েছে।”
পাকিস্তান ও রাশিয়ার মধ্যে প্রথম সরকারি পর্যায়ের এই চুক্তির আওতায় মোট এক লাখ টন অপরিশোধিত তেল কেনা হয়েছে, এপ্রিলে দেওয়া এই ক্রয়াদেশের মধ্যে ৪৫ হাজার টন করাচি বন্দরে নেমেছে, বাকিটা পথে আছে বলে জানান মালিক।
তেলের শ্রেণি প্রসঙ্গে তিনি বলেন, এটা উরালস গ্রেডের, বাজারে পাওয়া সবচেয়ে হালকা অপরিশোধিত তেলের মধ্যে এটি অন্যতম।
ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়া এখন তার তেলের গন্তব্য ইউরোপ-আমেরিকা থেকে সরিয়ে অন্যমুখী করার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে চীন ও ভারতই দেশটির তেলের প্রধান ক্রেতা, এবার তার সঙ্গে পাকিস্তানকেও যুক্ত করার সুযোগ পেল মস্কো।
ইসলামাবাদ পশ্চিমাদের দীর্ঘদিনের মিত্র, এদিকে তার প্রতিবেশী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আবার ঐতিহাসিকভাবেই মস্কোর মিত্র। তার মধ্যেও অপরিশোধিত তেলের এই চুক্তি তুমুল অর্থনৈতিক সংকটে জেরবার পাকিস্তানের জন্য একটি নতুন পথ খুলে দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
ইসলামাবাদ চলতি মাসের শুরুর দিকে রাশিয়া, আফগানিস্তান ও ইরানের সঙ্গে পণ্য বিনিময় বাণিজ্য (বার্টার ট্রেড) পদ্ধতি শুরুর একটি অবকাঠামো দাঁড় করিয়েছে; একেও ডলারবিহীন পণ্য কেনাবেচার আরেকটি পথ খোলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এসব পদ্ধতির মাধ্যমে পাকিস্তান পশ্চিম থেকে পূর্বে মুখ ঘোরাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাকিস্তান’স রিফাইনারি লিমিটেড (পিআরএল) প্রাথমিকভাবে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধন করবে, বলেছেন জ্বালানিমন্ত্রী মালিক।
এর আগে তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে পাওয়া তেলের চালানের আর্থিক ও প্রযুক্তিগত সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে। সোমবার তিনি বলেছেন, রাশিয়ার অপরিশোধিত তেল যে স্থানীয়ভাবে পরিশোধন ও বিক্রি সম্ভব তা সব পরীক্ষায় প্রমাণিত হয়েছে।