পুতিন ও কিমের মধ্যে মঙ্গলবারের শুরুতেই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
Published : 06 Feb 2024, 08:06 AM
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সাঁজোয়া ট্রেনে চড়ে রাশিয়ার ভ্লাদিভোস্তকের পথে রওনা হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিদেশ সফর করতে কিম যে সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন, সেটাকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং ছেড়ে যেতে দেখা গেছে, এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম।
পুতিন ও কিমের মধ্যে মঙ্গলবারের শুরুতেই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এ বৈঠক হলে তা হবে চার বছরেরও বেশি সময়ের মধ্যে এবং কোভিড মহামারী শুরুর পর উত্তর কোরিয়ার নেতার প্রথম বিদেশ সফর।
সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা এর আগে বলেছিলেন, ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার অস্ত্র দেওয়ার সম্ভাব্যতা নিয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হতে পারে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে গেলে ২০১৯ সালে সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন কিম। সেবারও ট্রেনে চড়ে ভ্লাদিভোস্তকে গিয়েছিলেন তিনি। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)