গত বছর ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে শেষবার এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়েছিল।
Published : 12 Feb 2024, 11:53 AM
ভারতে চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া জি২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ না দেওয়ার পরিকল্পনা করেছেন, এমন খবরে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রোববার সাংবাদিকদের বলেছেন, “আমি হতাশ, কিন্তু আমি তার দেখা পেতে যাচ্ছি।” তবে কখন দুজনের মধ্যে সাক্ষাৎ হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
গত বছর ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে শেষবার এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়েছিল। নভেম্বরে স্যান ফ্রান্সিসকোতে এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশনের বৈঠকে শি ও বাইডেনের মধ্যে দেখা ও কথা হওয়ার একটা সম্ভাবনা আছে।
শি এর আগে বলেছিলেন, তিনি জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। কিন্তু বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে শির দিল্লি সফর নিশ্চিত করা হয়নি। এক সপ্তাহ পর অনুষ্ঠেয় এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে। চীন ও ভারতের সম্পর্কের অবনতির মধ্যে শি’র নয়া দিল্লিতে না যাওয়ার খবর চাউর হল। সংবাদ সূত্র: রয়টার্স ও বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)