Published : 23 Apr 2024, 03:45 PM
ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল একটি টেলিভিশন টাওয়ার মাঝ খান থেকে ভেঙে পড়েছে।
রয়টার্স জানিয়েছে, ২৪০ মিটার উঁচু (৭৮৭ ফুট) টেলিভিশন টাওয়ারটির বড় একটি অংশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে।
রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, কিইভের সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা যোগাযোগ অ্যান্টেনাসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম টাওয়ারটিতে স্থাপন করে রেখেছিল। এই টাওয়ারটি এক সময় খারকিভের সবচেয়ে উঁচু ভবন ছিল।
গণমাধ্যমে আসা বেশ কয়েকটি ভিডিও ফুটেজে টেলিভিশনটি টাওয়ারটির ভেঙে নিচে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
ঘটনার পর ঘটনাস্থল থেকে ধারণ করা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, টাওয়ারটির ভেঙে পড়া অংশটি নিকটবর্তী একটি বনাচ্ছাদিত এলাকায় পড়ে আছে। টাওয়ারের ধ্বংসাবশেষের আঘাতে আশপাশের ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে টেলিভিশন ভবনের কর্মীরা আগেই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার কেউ হতাহত হয়নি।
টাওয়ারটি ‘আংশিক ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে দাবি করেছে ইউক্রেইনের বিশেষ যোগাযোগ পরিষেবা। স্থাপনাটিতে কেএইচ-৫৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে বলে ধারণা স্থানীয় আইন কর্মকর্তাদের।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, খারকিভকে বসবাসের অযোগ্য করে তোলার জন্য রাশিয়া সচেতনভাবে এ হামলা চালিয়েছে।
জেলেনস্কি জানান, তিনি টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার কয়েক মিনিট আগে হামলাটি চালানো হয়। বাইডেনকে তিনি এ হামলার কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেইনের ক্ষতি করবে, বাড়াবে মৃত্যু: ক্রেমলিন