Published : 29 Apr 2025, 06:59 PM
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ দুই ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন চিলমারী নৌ পুলিশ থানার ওসি ইমতিয়াজ কবীর।
নিহত ১৯ বছরের লিটন মিয়া রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলীর ছেলে।
রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোরে সুন্দর আলী ও তার ছেলে লিটন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ১১টার সময় লিটন নৌকার সামনের অংশে দাঁড়িয়ে জাল টানছিল।
এ সময় হঠাৎ জালে পেচিঁয়ে লিটন নদে পড়ে যায়। কিন্তু স্রোতের মধ্যে সে আর ভেসে না উঠলে সুন্দর আলী আশেপাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন।
জেলেরা সেখানে এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বেলা দেড়টার দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মণ বলেন, “ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম।”
চিলমারী নৌ পুলিশ থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, নদীতে পড়ে তরুণের মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।