বৃষ্টিতে চেন্নাই বিমানবন্দরের রানওয়ে ডুবে যাওয়ায় অনেক ফ্লাইট এরইমধ্যে বাতিল হয়ে গেছে এবং কিছু কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে।
Published : 04 Dec 2023, 04:32 PM
ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে সোমবার সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। ভারি বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হওয়ায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখনো সমুদ্রে অবস্থান করছে এবং শক্তি সঞ্চার করে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের দক্ষিণের অন্ধ্র প্রদেশ রাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুর নাগাদ এটি নেল্লোরে এবং মাচিলিপত্তনমের মধ্য দিয়ে উপকূলে উঠে আসবে বলে ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ঘূর্ণিঝড়টি এখনো উপকূল থেকে দূরে থাকলেও সোমবার সকাল থেকেই চেন্নাইয়ে ভারি বর্ষণ শুরু হয়েছে এবং তা বিরামহীনভাবে চলছে। বৃষ্টিতে চেন্নাই বিমানবন্দরের রানওয়ে ডুবে যাওয়ায় অনেক ফ্লাইট এরইমধ্যে বাতিল হয়ে গেছে এবং কিছু কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।
Chennai Airport ???? pic.twitter.com/ICeFbKIi0T
— MasRainman (@MasRainman) December 4, 2023
দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মিগযাউম মোকাবেলার প্রস্তুতি হিসেবে তামিলনাড়ু সরকার জনগণকে সোমবার বাড়ির ভেতরে থাকার এবং বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে। বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার, জরুরি ও দামি জিনিসপত্র পানিরোধী পাত্রে রাখার এবং গাছের নিচে আশ্রয় না নেওয়ায় পরামর্শও দেওয়া হয়েছে। সেইসঙ্গে শুকনা খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় ওষুধের মত গুরুত্বপূর্ণ সরবরাহ সংগ্রহ করে রাখতেও অনুরোধ জানানো হয়েছে।
#CycloneMichaung | Streets flooded, airport shut: NDTV's @jsamdaniel's #GroundReport from flooded Chennai#ChennaiFloods #ChennaiRains #TamilNadu pic.twitter.com/0akRW1PfES
— NDTV (@ndtv) December 4, 2023
উপকূলের কাছে বসবাস করা প্রায় সাতশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আরো মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।