সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে লোডেড আগ্নেয়াস্ত্রসহ একাধিক জাল পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তবে কোনো বিপদ ঘটার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।
Published : 14 Oct 2024, 05:04 PM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি জনসভার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি লিখেছে, শনিবার ক্যালিফোর্নিয়ার কোচেল্লার একটি পুলিশ চেকপোস্টে ভেম মিলার নামের ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তার কাছে একটি শটগান, একটি গুলিভরা পিস্তল এবং ম্যাগাজিন ছিল। তিনি একটি কালো এসইউভি চালাচ্ছিলেন।
পুলিশের সন্দেহ হলে চেকপোস্টে তার গাড়ি থামানো হয়। তল্লাশি করা হলে গাড়িতে দুটি আগ্নেয়াস্ত্র ছাড়াও একাধিক জাল পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। আদালতে তোলার পর জামিনে মুক্তি পান ওই ব্যক্তি।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ওই অস্ত্রধারীকে 'পাগল' আখ্যা দিয়ে বলেছেন, এ ঘটনায় ট্রাম্প বা তার সমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।
তবে অনেক প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত রয়ে গেছে।
রিভারসাইড কাউন্টির শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, ওই ব্যক্তির মনে কী ছিল সেটা অনুমান করা ‘অসম্ভব’।
তবে ট্রাম্পকে হত্যার তৃতীয় চেষ্টা পুলিশ কর্মকর্তারা ঠেকিয়ে দিয়েছেন বলেই শেরিফের বিশ্বাস।
ট্রাম্পের মঞ্চে ওঠার এক ঘণ্টা আগে ওই ঘটনা ঘটে। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পকে হত্যার দুই দফা চেষ্টার পর এ ঘটনা ঘটল।
এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটে পেনসিলভানিয়ায়। সেখানেও নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পকে গুলি করা হয়। সেই গুলি ট্রাম্পের কান ছুঁয়ে যায়। এরপরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকার একটি গলফ কোর্সে ফের তাকে হত্যার চেষ্টা হয়।