টানা ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট করার অভিযোগে ভারতে জনপ্রিয় একটি সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করে জিতেছেন এক যুবক।
Published : 19 Feb 2025, 06:36 PM
টানা ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট করার অভিযোগে ভারতে বেঙ্গালুরুর জনপ্রিয় একটি সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করছিলেন এক যুবক। সেই মামলায় সিনেমা হল কর্তৃপক্ষকে মোটা অংকের জরিমানা করেছে আদালত।
ঘটনাটি ২০২৩ সালের ডিসেম্বরের। বেঙ্গালুরুর মাল্টিপ্লেক্স সিনেমা হল পিভিআর আইনক্সে বিকাল ৪ টা ৫ এর শো’ দেখতে গিয়েছিলেন অভিষেক এম আর নামের ৩০ বছর বয়সী ওই যুবক। বুকিং অ্যাপ ‘বুক মাই শো’ থেকে টিকিট কেটেছিলেন তিনি।
তার অভিযোগ ছিল, তিনি বলিউডের একটি সিনেমার ৪ টা ৫-এর শো এর তিনটি টিকিট বুক করেছিলেন। সিনেমাটি শেষ হওয়ার কথা ছিল ৬ টা ৩০ মিনিটে। কিন্তু সিনেমা শুরুই হয় ৪ টা ৩০-এ। তার আগে ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন এবং ট্রেলার দেখানোয় সিনেমা শেষ হয় দেরিতে।
অভিষেকের পরিকল্পনা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে সিনেমা শেষ করে কাজে ফেরার। কিন্তু সিনেমা দেরিতে শেষ হওয়ায় কাজেও ফিরতে দেরি হয়েছিল।
অভিষেক আদালতে দাবি করেন, সিনেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই দীর্ঘ বিজ্ঞাপন দেখানোর ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার প্রায় ৩০ মিনিট সময় নষ্ট হয়েছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন, “আমি নির্ধারিত অন্যান্য কাজ ও অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে পারিনি। এটি এমন এক ক্ষতি, যা টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।” আদালতে তিনি আরও বলেন, সিনেমা দেখানোর সময়ে দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করা পুরোপুরি অন্যায় এক বাণিজ্য পদ্ধতি।
বেঙ্গালুরুর ভোক্তা আদালত অভিষেকের অভিযোগকে ন্যায্য ধরে নিয়ে রায় দিয়েছে। ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, পিভিআর আইনক্সকে সময় নষ্ট করার জন্য ১০০,০০০ রুপি (প্রায় ১,১৫০ ডলার), মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ হিসেবে ৫০,০০০ রুপি (প্রায় ৫৭৫ ডলার) এবং অভিযোগ দায়েরের ব্যয় হিসেবে ১০,০০০ রুপি (প্রায় ১১৫ ডলার) জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রায়ে বলা হয়েছে, “বর্তমানে সময়কে অর্থের সমতুল্য মনে করা হয়। প্রত্যেকের সময় খুব মূল্যবান। অন্যের সময় ও অর্থ থেকে সুবিধা নেওয়ার অধিকার কারও নেই।”
রায়ে আরও উল্লেখ করা হয়, “থিয়েটারে বসে ২৫-৩০ মিনিট ধরে বিজ্ঞাপন দেখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। ব্যস্ত জীবনযাত্রায় অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখে সময় নষ্ট করার কোনও মানে হয় না।”
তবে, আদালত অবশ্য অনলাইন টিকিট প্ল্যাটফর্ম বুকমাইশোকে এই ঘটনার জন্য দায়ী করেনি, কারণ বিজ্ঞাপন প্রদর্শনের ওপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই।
ওদিকে, সিনেমা হল কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থন করে বলেছে, “সরকার-নির্ধারিত জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখানো বাধ্যতামূলক। আবার অনেকেই কোনও কারণে সিনেমা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারে না, তাদের কথা বিবেচনা করে সিনেমা কিছুক্ষণ পর শুরু করা হয়।”
তবে আদালত এ যুক্তি খারিজ করে পর্যবেক্ষণে বলেছে,সরকারের নির্ধারিত প্রচারমূলক বিজ্ঞাপনের সর্বোচ্চ সময়সীমা মাত্র ১০ মিনিট। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য।"