বন্দুকধারী পেনসিলভেইনিয়ার এক হাসপাতালে ঢুকে সোজা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) গিয়ে সেখানকার কর্মীদের জিম্মি করে।
Published : 23 Feb 2025, 02:38 PM
যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ার এক হাসপাতালের ভেতরে কয়েকজনকে জিম্মি করা এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে পেনসিলভেইনিয়ার ইয়র্কে ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতালে জিম্মি করার ঘটনাটি ঘটে।
ইয়র্ক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নী টিম বার্কার এক সংবাদ সম্মেলনে জানান, বন্দুকধারী হাসপাতালে ঢুকে সোজা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) গিয়ে সেখানকার কর্মীদের জিম্মি করে। বন্দুকধারীর গুলিতে একজন নার্স ও একজন তত্ত্বাবধায়ক আহত হন এবং একজন চিকিৎসক তার আঘাতে সামান্য জখম হন।
এরপর বন্দুকধারী হাসপাতালের এক নারী কর্মীকে বেঁধে বন্দুকের মুখে তাকে নিয়ে করিডোর ধরে বের হওয়ার চেষ্টা করলে তার সঙ্গে পুলিশের গোলাগুলি হয়।
এ সময় বন্দুকধারীর গুলিতে ওয়েস্ট ইয়র্কের পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু ইয়র্ক নিহত হন। তার গুলিতে আরও দুই পুলিশ কর্মকর্তারা আহত হন। ওই আহত নার্স ও তত্ত্বাবধায়কের পাশাপাশি এই পুলিশ কর্মকর্তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
রয়টার্স জানায়, সন্দেহভাজন বন্দুকধারীকে ডায়াজেনিস আর্কেঞ্জেল-অর্টিজ (৪৯) বলে শনাক্ত করা হয়েছে।
বার্কার জানান, গত সপ্তাহে ‘আরেক ব্যক্তির চিকিৎসার উদ্দেশে’ ওই আইসিইউয়ের সঙ্গে অর্টিজের যোগাযোগ হয়েছিল।
কিন্তু কী কারণে অর্টিজ শনিবার এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই বলে জানান বার্কার।