Published : 06 Oct 2024, 12:48 PM
নিউ জিল্যান্ডের রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ সামোয়া উপকূলে মগ্নচড়ায় আটকে যাওয়ার পর ডুবে গিয়েছে। তবে জাহাজটিতে থাকা ৭৫ জন নাবিকের সবাই নিরাপদ আছেন।
রোববার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।
বিবৃতিতে বাহিনীটির মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার কমোডোর শেইন আর্নডেল জানান, তাদের নৌবাহিনীর বিশেষ ডাইভ ও হাইড্রোগ্রাফিক জাহাজ মানওয়ানুই শনিবার রাতে সামোয়ার উপলু দ্বীপের দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রবাল প্রাচীরের মধ্যে জরিপ পরিচালনা করার সময় মগ্নচড়ায় আটকে যায়।
নাবিকরা একটি লাইফবোটে চড়ে জাহাজটি ছেড়ে যায়। এ সময় বেশ কয়েকটি জাহাজ তাদের উদ্ধারে এগিয়ে আসে।
নাবিকদের উদ্ধারকাজে সহায়তার জন্য নিউ জিল্যান্ডের রাজকীয় বিমান বাহিনীর একটি পি-৮এ পোসেইডন বিমান মোতায়েনও করা হয়।
নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটির মগ্নচড়ায় আটকে যাওয়ার কারণ অজ্ঞাত ও এ নিয়ে আরও তদন্ত করতে হবে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিগুলোতে দেখা গেছে মানওয়ানুই মগ্নচড়ায় আটকে গিয়ে একদিকে কাত হয়ে রয়েছে আর জাহাজটি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।
পরে জাহাজটি ডুবে যায় আর স্থানীয় সময় রোববার সকাল ৯টার মধ্যে পানিতে পুরোপুরি তলিয়ে যায়।
২০১৮ সালে এই জাহাজটি তৈরি করতে ১০ কোটি ৩০ লাখ নিউ জিল্যান্ড ডলার খরচ করেছিল দেশটির সরকার।
নিউ জিল্যান্ডের রাজকীয় নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল গ্যারিন গোল্ডিং অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জানান, জাহাজটি থেকে উদ্ধার পাওয়া ক্রু ও যাত্রীদের নিউ জিল্যান্ডে ফিরিয়ে আনতে রোববার সামোয়াতে একটি বিমান পাঠাবেন তারা।
তিনি আরও জানান, জাহাজটির আরোহীরা একটি প্রবাল প্রাচীর পার হওয়ার সময় কিছুটা জখম হয়েছেন।
এই সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জুডিথ কলিন্স বলেছেন, “মগ্নচড়ায় আটকে পড়ার পর জাহাজে থাকা সবার জন্য পরিস্থিতিটি চ্যালেঞ্জিং ছিল।”
সামোয়া পুলিশ এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, নিউ জিল্যান্ডের উদ্ধার কেন্দ্রের সহায়তায় সামোয়ার জরুরি পরিষেবা ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান সমন্বয় করেছে।
মানওয়ানুই নিউ জিল্যান্ডের আশপাশে ও দক্ষিণপশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে বিশেষজ্ঞ ডাইভিং, উদ্ধারকাজ ও বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা করতো।
নিউ জিল্যান্ডের নৌবাহিনী নিজেদের সক্ষমতা হ্রাস করতে শুরু করেছে। ইতোমধ্যে তাদের নয়টি জাহাজের মধ্যে তিনটি লোকবলের অভাবে অলসভাবে পড়ে আছে।