এখন পর্যন্ত কেউ কুমিরের আক্রমণের শিকার হয়েছে বলে জানা যায়নি।
Published : 06 Feb 2024, 04:20 PM
টাইফুন হাইকুইয়ের প্রভাবে চীনে হওয়া আকস্মিক বন্যার সময় দেশটির দক্ষিণাঞ্চলে কুমিরের একটি খামার থেকে ৭৫টি কুমির বেরিয়ে গিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেগুলোর কয়েকটিকে আবার ধরা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে কয়েকটিকে গুলি এবং বিদ্যুৎস্পৃষ্ট করা হয়েছে। তবে বেশ কয়েকটি কুমির এখনও খোলা জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে। যে জন্য খামারের কাছের গ্রামগুলোর বাসিন্দাদের বাড়ির ভেতর অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কেউ কুমিরের আক্রমণের শিকার হয়েছে বলে জানা যায়নি। পানির তলায় সেগুলোকে খুঁজে পেতে কর্তৃপক্ষ ‘সোনার যন্ত্র’ ব্যবহার করছে।
পালিয়ে যাওয়া কুমিরগুলোর মধ্যে ৬৯টি প্রাপ্ত বয়স্ক এবং ছয়টি বাচ্চা। ধরা পড়া একটি প্রাপ্ত বয়স্ক কুমিরের ওজন ৭৫ কেজি এবং লম্বায় দুই মিটারের বেশি ছিল।
চীনের গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে বেশ কয়েকটি কুমিরের খামার রয়েছে। চামড়া এবং মাংসের জন্য খামারে কুমির চাষ করা হয়।
দক্ষিণ এশিয়া জুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে টাইফুন হাইকুইয়ের প্রভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চীন, হংকং, তাইওয়ান ও জাপানে।
সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)