আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের আগে সামরিক কপ্টারের পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কী কথা হয়েছিল তা উঠে এসেছে রেডিওবার্তায়।
Published : 30 Jan 2025, 08:31 PM
আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের ৩০ সেকেন্ড আগে সেনাবাহিনীর হেলিকপ্টারের পাইলটকে সতর্ক করেছিলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার (এটিসি)।
হেলিকপ্টারকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছিল, সামনে কোনও বিমান দেখা যাচ্ছে কি না। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টার একটি রেডিওবার্তা থেকে এমন তথ্য সামনে এসেছে।
ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুর্ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে। যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কাতেই ঘটে দুর্ঘটনা।
ফ্লাইটরাডার২৪ এর তথ্য জানিয়ে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ লিখেছে, সংঘর্ষের ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে রেগান ন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার (এটিসি) সেনা হেলিকপ্টারের পাইলটকে সতর্ক করে বার্তা দেয়।
আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২, সিআরজে ৭০০ এর কথা উল্লেখ করে হেলিকপ্টারের পাইলটকে জিজ্ঞাসা করা হয়, পিএটি টু-ফাইভ, আপনি কি সিআরজে উড়োজাহাজটিকে দেখতে পাচ্ছেন?” আবার পাইলটকে বার্তা দেওয়া হয়, “পিএটি টু-ফাইভ, সিআরজে উড়োজাহাজের পেছন দিক দিয়ে চলে যান।”
নিয়ন্ত্রণ কক্ষের অডিওতে হেলিকপ্টারের পাইলটকে যাত্রীবাহী উড়োজাহাজটিকে দেখতে পাওয়ার কথা নিশ্চিত করে জানাতেও শোনা গেছে। পাইলাট পিএটি টু-ফাইভ, ভিজ্যুয়াল সেপারেশনের অনুরোধও জানান। উড়োজাহাজের পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন- এমন কথাও বলতে শোনা যায় পাইলটকে।
কিন্তু এরপরও উড়োজাহাজ এবং হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের সেই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তিনবার ‘ক্র্যাশ…ক্র্যাশ…ক্র্যাশ’ সতর্কশব্দও বলতে শোনা যায় লোমহর্ষক সেই অডিওতে।
ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে আছড়ে পড়া আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজটির ‘আরোহীরা সম্ভবত কেউই বেঁচে নেই’ বলেই জানিয়েছেন দমকল বাহিনীর প্রধান জন ডনেলি।
দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্স। ডনেলি বলেন, “আমাদের মনে হয় না এ দুর্ঘটনায় কেউ বেঁচে আছে।” তিনি এ পর্যন্ত ২৮ টি দেহ উদ্ধারের কথা জানিয়েছেন।