বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে এর আগে তকাতর্কিতে জড়িয়েছিল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান প্রচার শিবির।
Published : 05 Sep 2024, 09:58 PM
যুক্তরাষ্ট্রে নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস তার রিপাবলিকান প্রতিপক্ষ ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী মাসে অনুষ্ঠেয় বিতর্কে মাইক্রোফোন বন্ধ রাখার নিয়মে রাজি হয়েছেন।
বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে এর আগে তকাতর্কিতে জড়িয়েছিল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান শিবির। যদিও বাইডেন প্রার্থী থাকার সময় মাইক্রোফোন বন্ধ রাখার এই নিয়মে রাজি হয়েছিলেন।
ট্রাম্প শিবির এই নিয়মের পক্ষেই অটল থেকেছে। কিন্তু বাইডেন সরে গিয়ে হ্যারিস আসার পর ডেমোক্র্যাটিক প্রচার শিবির চাইছিল বিতর্ক চলার সবটা সময় যেন দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকে। কারণ বিশ্লেষকরা বলছেন, হ্যারিসের শিবিরের ধারণা ছিল, মাইক্রোফোন বন্ধ রাখাটা ট্রাম্পের জন্য সুবিধাজনক হতে পারে।
তবে বুধবার হ্যারিস এবং ট্রাম্প দুই প্রার্থীর প্রচার শিবিরই এবিসি নিউজের নির্ধারণ করে দেওয়া বিতর্কের নিয়মকানুনের সঙ্গে একমত পোষণ করেছে।
হ্যারিসের সঙ্গে ট্রাম্পের এই বিতর্ক হবে ১০ সেপ্টেম্বরে পেনসিলভেইনিয়ার ফিলাডেলফিয়ায়। এটিই হবে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রথম বিতর্ক। এই বিতর্কের নিয়মকানুনও সেই গত জুনে সিএনএন এ অনুষ্ঠিত ট্রাম্প-বাইডেন বিতর্কের মতো একই।
ওই বিতর্কে খারাপ ফল করেই পরে চাপের মুখে পড়ে বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে যেতে হয়েছিল।