পণ্যবাহী সোলোং জাহাজের এই ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে কাস্টডিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের পুলিশ।
Published : 12 Mar 2025, 08:34 PM
ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলবর্তী উত্তর সাগরে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কার স্টেনা ইমাকুলেট এর সঙ্গে সংঘর্ষ বাধানো পণ্যবাহী জাহাজ সোলোং- এর ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন রাশিয়ার নাগরিক বলে নিশ্চিত করে জানিয়েছেন জাহাজটির মালিক।
উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইড কাউন্টির পুলিশ জানিয়েছে, চরম অবহেলা করে দুর্ঘটনা ঘটানোর সন্দেহে ৫৯ বছর বয়সী এই ক্যাপ্টেনকে মঙ্গলবার গ্রেপ্তার করে কাস্টডিতে রাখা হয়েছে।
পতুগীজ-পতাকাবাহী জাহাজ সোলোং এবং যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ট্যাংকার স্টেনা ইমাকুলেটের মধ্যে সোমবার ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার উপকূলে সংঘর্ষ হয়।
মার্কিন সামরিক বাহিনীর জন্য জেট ফুয়েল বহনকারী ট্যাংকার ‘স্টেনা ইম্যাকুলেট’ উপকূলে নোঙর করা ছিল। পরে এটির সঙ্গে সংঘর্ষ হয় ‘সোলং’ পণ্যবাহী জাহাজের।
বিবিসি জানায়, সংঘর্ষের ঘটনা কীভাবে ঘটল তা জানতে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে হাম্বারসাইড পুলিশ। সমুদ্র ও কোস্টগার্ড বিষয়ক সংস্থার সঙ্গে মিলে তদন্তের কাজ চলছে।
সোলোং জাহাজের মালিক প্রতিষ্ঠান আর্নস্ট রাস-এর মুখপাত্র সিএনএন-কে নিশ্চিত করেন যে, গ্রেপ্তার হওয়া ক্যাপ্টেন রাশিয়ার নাগরিক। জাহাজের বাকি ক্রুদের মধ্যেও রুশ এবং ফিলিপিনো নাগরিক ছিল বলে জানান তিনি।
আধুনিক নৌ প্রযুক্তির এই যুগে এমন সংঘর্ষ কীকরে ঘটল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইংল্যান্ডের গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্টিন বয়ার্স।
তিনি বলেন, “বিষয়টি রহস্যময়। কারণ বর্তমান সময়ে সব জাহাজেই খুবই অথ্যাধুনিক সব প্রযুক্তি ও যন্ত্রপাতি আছে, যা চলার পথ নির্ধারণ করা চলার পথে কোনও বাধা থাকলে তা চিহ্নিত করতে সক্ষম যাতে, সংঘর্ষ এড়ানো যায়।
“সোলং কীভাবে নোঙর করা ট্যাংকারের সঙ্গে ধাক্কা খেল? নিশ্চয়ই কোনও সতর্কতা ছিল। নিশ্চয়ই ট্যাংকারটি রাডারে শনাক্ত করার সক্ষমতা ছিল।”
পর্তুগিজ পতাকাবাহী সোলং জাহাজটিতে সংঘর্ষের একদিন পরও আগুন জ্বলতে দেখা গেছে। তবে স্টেনা ইমাকুলেট-এর আগুন মঙ্গলবারের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে।
ব্রিটিশ সামুদ্রিক পরিবহন মন্ত্রী মাইক ক্যান জানিয়েছেন, সোলং-এর এক ক্রু নিখোঁজ হয়েছেন। তাকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। সোলং-এর বাকি ১৩ জন ক্রু এবং স্টেনা ইমাকুলেট-এর ২৩ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।