হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে নিজেদের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে বলে জানান হামাস কর্মকর্তা ওসামা হামদান।
Published : 04 Apr 2024, 11:34 PM
গাজা যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি চুক্তিতে উপনীত হতে উভয় পক্ষকে বাধাগ্রস্ত করছেন। কারণ, ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে তার ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান।
বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, “দখলদার সরকার এখনও চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং আলোচনা একটি দুষ্ট চক্রে আটকে আছে।”
হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে নিজেদের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে বলেও জানান তিনি।
মিশর ও কাতারের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় আরও একবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে। গত এক মাসের বেশি সময় থেকে এই প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সামান্য সফলতাও আসেনি।
হামাস এমন একটি যুদ্ধবিরতি চুক্তি চায় যা গাজা যুদ্ধের স্থায়ী অবসানকে নিশ্চিত করবে। অন্য দিকে, ইসরায়েল সে দেশে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি চায়। দেশটি গাজায় তাদের অভিযান বন্ধ করতে আগ্রহী নয়।
সম্প্রতি ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করার পর গত কয়েক সপ্তাহ ও মাসে আটক করা ১০১ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তাদের ইসরায়েলের কেরেম শালম ক্রসিং দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ওই সব বন্দিদের অনেকে ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৭৬ হাজার । হতাহতদের একটি বড় অংশ নারী ও শিশু বলে বৃহস্পতিবার জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।