“এটি যেহেতু ট্রিবিউট চলচ্চিত্র, বাণিজ্যিক সিনেমা না। তাই প্রেক্ষাগৃহে মালিকদের এই সিনেমা নিয়ে আগ্রহ কম।“
Published : 03 May 2024, 05:24 PM
গেল বছর আসে সিনেমার ট্রেইলার। এরপর আন্তর্জাতিক অঙ্গনে মিলেছে সমাদর এবং পুরস্কারও। এরপর থেকে দর্শকদেরও আগ্রহ বাড়ে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার মুক্তির তারিখ নিয়ে। এখন জানা গেল, হল মালিকদের ‘অনাগ্রহের’ কারণে এই সিনেমার মুক্তি প্রেক্ষাগৃহে হবে না।
এর বদলে ওটিটিতে শিগগিরই ‘প্রিয় সত্যজিৎ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন, এর নির্মাতা নির্মাতা প্রসূন রহমান।
কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মবার্ষিকী গেছে বৃহস্পতিবার। সেদিন নির্মাতার কাছে জানতে চাওয়া হয় ‘প্রিয় সত্যজিৎ’ কবে মুক্তি পাচ্ছে।
গ্লিটজকে প্রসূন বলেন, “সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ২ মে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু এই ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। সেসব সিনেমার প্রভাব এখনো শেষ হয়নি। তাই মুক্তি থেকে পিছিয়ে গেলাম। তবে সিনেমাটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগিরই মুক্তি পাবে। “আমাদের ইচ্ছে ছিল প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার। কিন্তু যেহেতু সত্যজিৎ রায়ের জন্মদিনের উপলক্ষটা মিস করেছি এখন ওটিটি প্লাটফর্মেই আগে মুক্তি দিব।”
প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ওটিটিতে কেন জানতে চাইলে তিনি বলেন, “এটি যেহেতু ট্রিবিউট চলচ্চিত্র, বাণিজ্যিক সিনেমা না। তাই প্রেক্ষাগৃহে মালিকদের এই সিনেমা নিয়ে আগ্রহ কম। তাদের ইচ্ছার উপরেই নির্ভর করছে এই সিনেমা মুক্তি। প্রেক্ষাগৃহ সবসময় একটু বাণিজ্যিক ধর্মী, বিনোদনমূলক সিনেমা খোঁজে।
“এটা যেহেতু বাণিজ্যিক সিনেমা না, সত্যজিৎ রায়কে নিয়ে নির্মিত সিনেমা। এই ধরনের সিনেমা বিকল্প পন্থায় দেখতে মানুষ বেশি পছন্দ করে। হলে গিয়ে দেখতে পছন্দ করবে না। প্রদর্শকরা এটাই ভাবছেন। এটা ভেবেই প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ওটিটিতে মুক্তি দিচ্ছি।”
গত মাসে নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফিল্ম ফেস্টিভালের পঞ্চম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ শাখায় ‘প্রিয় সত্যজিৎ’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্রসূন। তিনি এ পুরস্কার উৎসর্গ করেছেন এই সিনেমার মূল চরিত্রটি করা প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে।
গত বছর ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন রুবেল। এছাড়া সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার জিতে নিয়েছিল ‘প্রিয় সত্যজিৎ’।
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত সিনেমাটি নিয়ে প্রসূন এর আগে বলেছিলেন, “এটি সিনেমার অন্তর্জগৎ নিয়ে তৈরি একটি চলচ্চিত্র। পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর সত্যজিৎ রায়ের প্রভাব এবং কিংবদন্তি এই নির্মাতার প্রতি অনুজদের ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর গল্প।”তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে সিনেমার গল্প বুনেছেন নির্মাতা প্রসূন রহমান। তিন নির্মাতার একজন সত্যজিৎ রায়, যিনি উপস্থিত না থেকেও সিনেমায় বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের আহমেদ রুবেল এবং মৌটুসী বিশ্বাস। প্রসূনের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমোশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি, চিত্রনাট্যও তার।
কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও কয়েকটি এলাকা ও পুরান ঢাকার একটি বাড়িতে শুটিং হয়েছে। রুবেল ও মৌটুসী ছাড়াও সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ অনেকে কাজ করেছেন।