লাটাম এয়ারলাইন্সের ফ্লাইটটি মায়ামি থেকে যাত্রা শুরু করার তিন ঘণ্টা পর পাইলট অসুস্থবোধ করতে শুরু করেন।
Published : 17 Aug 2023, 03:07 PM
যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিগামী একটি বাণিজ্যিক ফ্লাইটের পাইলট বাথরুমে পড়ে মারা যাওয়ার পর উড়োজাহাজটি পানামায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ফ্লাইটটিতে তখন ২৭১ জন আরোহী ছিলেন।
রোববার পানামার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির সহকারী পাইলট ফ্লাইটটির জরুরি অবতরণ করান।
এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, লাটাম এয়ারলাইন্সের ফ্লাইটটি যাত্রা শুরু করার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন আইভান এনডাওয়ার (৫৬) অসুস্থবোধ করতে শুরু করেন। ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দেন, কিন্তু বাথরুমে পড়ে যাওয়ার পর তারা এনডাওয়ারের জ্ঞান আর ফেরাতে পারেননি।
উড়োজাহাজটি পানামার তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর চিকিৎসা বিশেষজ্ঞরা পাইলটকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এনডাওয়ার ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ পাইলট ছিলেন।
সোমবার এক বিবৃতিতে লাটাম এয়ারলাইন্স বলেছে, “গতকাল ফ্লাইট এলএ৫০৫ মায়ামি-সান্তিয়াগো রুটে থাকাকালে তিন সদস্যের কমান্ড ক্রুদের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পানামার তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।
“উড়োজাহাজটি অবতরণ করার পর জরুরি পরিষেবা জীবন রক্ষাকারী সব ধরনের সহযোগিতা দেয়, কিন্তু দুঃখজনকভাবে পাইলট মারা যান।”
এ ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করে মৃত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এয়ারলাইন্সটি।
ফ্লাইটটি পরে মঙ্গলবার পানামা সিটি থেকে চিলির সান্তিয়াগোর উদ্দেশে ছেড়ে যায়।