এ মাসের শুরুর দিকে নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার এডমন্টন শহর থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
Published : 12 May 2024, 05:31 PM
কানাডার শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চতুর্থ আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানাডা পুলিশের পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানো হয়।
গত বছরের জুনে কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি শিখ মন্দিরের বাইরে ব্যস্ত কার পার্কে মুখোশধারী বন্দুকধারীরা নিজ্জারকে (৪৫) গুলি করে হত্যা করে।
এই হত্যাকাণ্ড কানাডা ও ভারতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংকট সৃষ্টি করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন, এই হত্যাকাণ্ডে ভারতের সরকার জড়িত থাকতে পারে। তার এই মন্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। দিল্লি জোরালোভাবে অভিযোগ অস্বীকার করেছে।
গত ৩ মে কানাডা পুলিশ নিজ্জার হত্যায় জড়িত সন্দেহে প্রীত সিং (২৮), কমল প্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২) নামে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। এরা তিনজনই কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার এডমন্টন শহরে বসবাস করে। সেখান থেকেই এদের গ্রেপ্তার করা হয়।
শনিবার কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) থেকে বলা হয়, গ্রেপ্তার চতুর্থ ব্যক্তির নাম আমানদীপ সিং। বয়স ২২ বছর। তার বিরুদ্ধে নিজ্জারকে হত্যা এবং হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ দায়ের করা হয়েছে।
আমানদীপ ভারতীয় নাগরিক। যিনি কানাডার ব্রাম্পটন, সারে এবং অ্যাবটসফোর্ডে বসবাস করতেন। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তিনি অন্টারিওর পিলে পুলিশি হেফাজতে রয়েছেন।
কানাডার নাগরিক ভারতীয় বংশোদ্ভূত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা নিজ্জার ভারতের পাঞ্জাব অঞ্চলে স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার জন্য প্রকাশে প্রচারণা চালাতেন।
১৯৭০ এর দশকে ভারতের শিখরা বিচ্ছিন্নতাবাদী এক লড়াই শুরু করেছিল। পরে ১৯৮০ দশকে এই লড়াইয়ের রক্তাক্ত অবসান ঘটে। তারপর থেকে শিখদের এই আন্দোলন ভারতের বাইরে যেখানে শিখদের বড় ধরনের উপস্থিতি আছে মূলত সেখানেই সীমাবদ্ধ আছে।
ভারত নিজ্জারকে ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে তিনি বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দেন বলে অভিযোগ করেছিল। কিন্তু নিজ্জারের সমর্থকদের দাবি, দিল্লির এই অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা জানান, তার তৎপরতার জন্য নিজ্জার আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
গত বছরের ১৮ জুন ভ্যাঙ্কুভারের শহরতলী সারির এক শিখ গুরুদুয়ারার নিকটবর্তী একটি কার পার্কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, মৃত্যুর আগে কানাডার গোয়েন্দা বিভাগও তাকে সতর্ক করে বলেছিল, তিনি একটি ‘হিট লিস্টে’ আছেন এবং তার প্রাণনাশের হুমকি আছে।এসএনএল