ভ্যাটিকান সিটিতে সমবেত বিশ্বের শতাধিক বিশিষ্ট কমেডিয়ান, অভিনয়শিল্পী ও লেখকদের এক অনুষ্ঠানে একথা বলেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু।
Published : 14 Jun 2024, 08:40 PM
ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যেতে পারে, যতক্ষণ না তা অপমানকর কিংবা অবমাননাকর হয়। ভ্যাটিকান সিটিতে গোটা বিশ্ব থেকে আগত শতাধিক বিশিষ্ট কমেডিয়ান, অভিনয়শিল্পী ও লেখকের উপস্থিতিতে এক অনুষ্ঠানে একথা বলেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
শুক্রবার ভ্যাটিকানের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ১৫ টি দেশ থেকে আসা ১০৭ জন কমেডিয়ান-সহ ওপি গোল্ডবার্গ, জিমি ফ্যালন, কোনান ও’ব্রায়ান, ক্রিস রক এবং স্টিফেন কোলবার্টের মতো মার্কিন শোবিজ তারকারা উপস্থিত হন। অতিথিদের প্রায় দুই-তৃতীয়াংশই ছিলেন ইতালিয়ান।
অনুষ্ঠানে ইতালীয় ভাষায় পোপ বলেন, “আমরা কি ঈশ্বরকে নিয়ে হাসাহাসি করতে পারি? অবশ্যই। এটি ধর্মাবমাননা নয়। আমরা আমাদের প্রিয় মানুষদের নিয়ে যেভাবে হাসি-তামাশা করি, এটিও তেমন করেই করা যেতে পারে।”
ভালো রসিকতার উদাহরণ দিয়ে পোপ বলেন, “রসিকতা অপমানজনক বা মানহানিকর হয় না। এটি মানুষকে খাটোও করে না।”
পোপ এমন সময়ে এই মন্তব্য করলেন যখন তার বিরুদ্ধে সমকামী মানুষদের নিয়ে অপমানজনক কথা বলার অভিযোগ উঠেছে। এর জন্য তিনি দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন।
ঈশ্বরকে নিয়ে রসিকতার বিষয়ে পোপের ভাষ্যমতে, কেউ কোনও মানুষের মুখে হাসি ফোটালে এর মধ্য দিয়ে সেই ব্যক্তি আদতে ঈশ্বরকেও হাসান।
অনুষ্ঠানে ৮৭ বছর বয়সী পোপ তার বক্তব্য শেষে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, হাসি-ঠাট্টায় মেতে ওঠেন এবং সেলফিও তোলেন। আবার অতিথিদেরও অনেকে পোপকে ইতালিয়ান মদসহ নানা উপহার দিয়েছেন।