বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মডেল হিসেবে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন- বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
Published : 30 May 2024, 08:31 PM
বিশ্বে গোলোযোগপূর্ণ বিষয়গুলোর সমাধানে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। ন্যায়পরায়ণতা, ন্যাবিচার সমুন্নত রাখা এবং দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহায়ক পন্থায় চীন একাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে চীন ও আরব দেশগুলোর কো-অপারেশন ফোরামে শি জিনপিং একথা বলেন। তার কথায় উঠে এসেছে গাজা যুদ্ধের প্রসঙ্গও।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, শি বলেছেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার মডেল হিসেবে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন।
গাজায় চলমান যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায়বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না এবং সংকটের “দ্বি-রাষ্ট্র সমাধানকে” দৃঢ় সমর্থন দেওয়া উচিত।
শি জিনপিং বলেন, টালমাটাল এই বিশ্বে মিলেমিশে বসবাসের উপায় হল পারস্পরিক সম্মান। আর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি।
চীন-আরব কো-অপারেশন ফোরামে বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আরব লীগের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি।
চীন বরাবরই ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলে আসছে। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের পক্ষে অবস্থান নিয়েছে চীন, যা আরব দেশগুলোর অবস্থানের সঙ্গে মেলে।
শি বলেন, চীন মানবিক সংকট এড়ানো এবং যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে সমর্থন দিয়ে যাবে। মানবিক সহায়তার জন্য আরও ৫০ কোটি ইউয়ান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
একইসঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে গাজায় জরুরি সাহায্য সরবরাহে সহায়তা করতে ৩০ লাখ ডলার অনুদানও চীন দেবে বলে শি জানিয়েছেন।
তাছাড়া, তেল এবং গ্যাসসহ ব্যাপক পরিসরে বিনিয়োগের ক্ষেত্রেও চীন আরব দেশগুলোর সঙ্গে আরও সহযোগিতা করবে, বলেন শি।