৮ বারের চেষ্টায় এই জয় পেলেন ডানপন্থি রিফর্ম ইউকে পার্টির আলোচিত-সমালোচিত নেতা নাইজেল ফারাজ।
Published : 05 Jul 2024, 05:38 PM
যুক্তরাজ্যে এবোরের নির্বাচনে প্রথম এমপি হিসাবে নির্বাচিত হলেন ডানপন্থি রিফর্ম ইউকে পার্টির আলোচিত-সমালোচিত নেতা নাইজেল ফারাজ। ৮ বারের চেষ্টায় তিনি এই জয় পেলেন।
ফারাজের দল পেয়েছে ৪ টি আসন। ভোটে যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভুত হচ্ছে রিফর্ম ইউকে।
ফারাজ সহজেই ক্ল্যাকটন এবং এসেক্সে কনজারভেটিভদেরকে পরাজিত করেছেন। ভোটের এই ফল প্রথম এমন একটি অধ্যায় যা সবাইকে তাক লাগিয়ে দেবে- এমনটাই বলেছেন ফারাজ।
বরিস জনসনের অধীনে ২০১৯ সালে কনজারভেটিভরা যেসব এলাকায় জিতেছিল, সেসব এলাকাতে এবার নাইজেল ফারাজের দল বড় ধরনের সমর্থন পেয়েছে।
ভোটের ফলের পর সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে ফারাজ বলেন, “কনজারভেটিভ পার্টির অবসানের সূচনা হয়েছে।”
বিজয় ভাষণে তিনি বলেন, “ব্রিটিশ রাজনীতিতে মধ্য-ডানপন্থায় ব্যাপক ব্যবধান রয়েছে। আমার কাজ হচ্ছে তা পূরণ করা। রিফর্ম ইউকের টার্গেট এখন লেবার পার্টির ভোট।“
তিনি আরও বলেন, “মজার ব্যাপার হল, লেবার পার্টি বা স্টারমার কারও প্রতিই আমার কোনো উৎসাহ নেই।”
এর আগে তিনি বলেছিলেন, আগামী নির্বাচনের মধ্যে লেবার পার্টির প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠাই তার লক্ষ্য।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটে অকুণ্ঠ সমর্থন ও সহায়তার কারণে আলোচিত ৬০ বছর বয়সী নেতা নাইজেল ফরাজ।
একসময় কনজারভেটিভ পার্টির রাজনীতি করেছিলেন তিনি। ফারাজ তার প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিকদের একজন।
১৯৯০-এর দশকের শুরু থেকে তিনি ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) হয়ে কাজ শুরু করেন। দলটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অভিবাসী মোকাবেলায় কঠোর নীতি নেওয়ার জন্য তিনি বরাবরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদেরকে চাপ দিয়ে এসেছেন।