ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওই ডিভাইসগুলোর ভেতরে বিস্ফোরক স্থাপন করে রেখেছিল বলে জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা।
Published : 18 Sep 2024, 05:41 PM
লেবাননে বিস্ফোরণের জন্য ব্যবহার করা পেজারের মডেলটি বুদাপেস্টভিত্তিক বিএসি কনসাল্টিং তৈরি করেছে বলে তাইওয়ানের পেজার কোম্পানি গোল্ড অ্যাপোলো জানিয়েছে।
পেজার কোম্পানিটি আরও জানায়, তারা বিএসি কনসাল্টিংকে তাদের ব্রান্ড ব্যবহার করার অনুমতি দিয়েছে আর তারা ওই ডিভাইসগুলো উৎপাদনের সঙ্গে জড়িত নয়।
মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় বিকালের দিকে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা পেজারগুলোতে একযোগে বিস্ফোরণ ঘটতে থাকে, এতে অন্তত নয়জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হন।
লেবাননের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওই ডিভাইসগুলোর ভেতরে বিস্ফোরক স্থাপন করে রেখেছিল।
ধ্বংস হয়ে যাওয়া পেজারগুলোর ছবি রয়টার্স বিশ্লেষণ করে দেখেছে। দেখা গেছে, সেগুলোর পেছনে একটি ফর্ম্যাট ও স্টিকার লাগানো আছে যেটি গোল্ড অ্যাপোলোর বানানো পেজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বুধবার তাইওয়ানের নিউ তাইপে শহরে গোল্ড অ্যাপোলোর দপ্তরে কোম্পানিটির প্রতিষ্ঠাতা সু চিং কুয়াং সাংবাদিকদের বলেন, “এই পণ্যগুলো আমাদের নয়। শুধু এই পণ্যগুলোতে আমাদের ব্রান্ডের নাম আছে “
গোল্ড অ্যাপোলো এক বিবৃতিতে জানিয়েছে, এআর-৯২৪ মডেলের উৎপাদন ও বিক্রি করেছে বিএসি।
বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “বিএসিকে শুধু নির্দিষ্ট অঞ্চলে পণ্য বিক্রির জন্য আমরা আমাদের ব্রান্ড ট্রেডমার্ক ব্যবহার করার অনুমোদন দিয়েছি কিন্তু এই পণ্যগুলোর উৎপাদনের পুরো প্রক্রিয়াটি বিএসির অধীনে ছিল।”
বুধবার সকালে রয়টার্স থেকে বিএসিকে ফোন কল ও ইমেলই দেওয়া হলেও তারা উত্তর দেয়নি।
এর আগে সু জানিয়েছিলেন, বিএসি থেকে অর্থ প্রেরণ নিয়ে সমস্যা হচ্ছিল।
তিনি বলেন, “অর্থ প্রেরণ খুব অদ্ভুত ছিল “এসব অর্থ মধ্যপ্রাচ্য হয়ে আসতো বলে জানান তিনি; কিন্তু আর বিস্তারিত কিছু বলেননি।
ইসরায়েলি লোকেশন-ট্র্যাকিং এড়ানোর জন্য হিজবুল্লাহর যোদ্ধারা যোগাযোগের জন্য নিম্ন প্রযুক্তির পেজার ব্যবহার করছে, গোষ্ঠীটির কার্যক্রমের সঙ্গে পরিচিত এমন কয়েকজন কর্মকর্তা চলতি বছর রয়টার্সকে এমনটি জানিয়েছিলেন।
সু জানান, পেজার বিস্ফোরণ ঘটাতে জালিয়াতি করা হতে পারে সেটি তিনি জানতেন না।
সু যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন পুলিশ কর্মকর্তারা কোম্পানিটিতে আসেন। তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও গোল্ড অ্যাপোলোর দপ্তর পরিদর্শন করেছেন।
মন্ত্রণালয়টি এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান থেকে লেবাননে সরাসরি পেজার রপ্তানির কোনো রেকর্ড নেই।
সু বলেছেন, এ ঘটনায় গোল্ড অ্যাপোলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা লাইসেন্সধারী বিএসির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে।
তিনি বলেন, “আমরা হয়তো বড় কোনো কোম্পানি না, কিন্তু আমরা দায়িত্বশীল। এই পরিস্থিতি খুব বিব্রতকর।”
আরও পড়ুন:
হিজবুল্লাহর '৫০০০ পেজারে বিস্ফোরক বসিয়েছিল' ইসরায়েল
লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহর যোদ্ধাসহ নিহত ৯, আহত ২৭৫০