Published : 26 Mar 2025, 04:12 PM
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে এক প্রতিবাদ সমাবেশ থেকে হামাসবিরোধী শ্লোগান দিয়েছেন কয়েকশত ফিলিস্তিনি।
মঙ্গলবারের এই সমাবেশ থেকে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন।
আলআরাবিয়া নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেইত লাহিয়া শহরে জড়ো হওয়া প্রতিবাদকারীরা ‘হামাস সন্ত্রাসী’ এবং ‘হামাস আউট’ বলে শ্লোগান দেয়। জড়ো হওয়া লোকজনের অধিকাংশই ছিল পুরুষ।
গাজায় প্রায় দুই মাস ধরে নড়বড়ে একটি যুদ্ধবিরতি চলার পর ফিলিস্তিনি ছিটমহলটিতে আবার তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার এক সপ্তাহ পর বিরল হামাসবিরোধী প্রতিবাদের এ ঘটনাটি ঘটল।
মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রতিবাদের আহ্বান জানিয়ে অন্তত একটি আবেদন প্রচারিত হয়।
প্রতিশোধের শিকার হতে পারেন আশঙ্কায় নিজের পুরো নাম না জানিয়ে শুধু মোহাম্মদ বলে পরিচয় দেওয়া এক প্রতিবাদকারী বলেন, “কে এই প্রতিবাদের আয়োজন করেছে তা আমি জানি না। আমি জনগণের পক্ষ থেকে একটি বার্তা দিতে এখানে এসেছি: যুদ্ধ নিয়ে অনেক হয়েছে।”
তিনি জানান, ‘বেসামরিক পোশাকে আসা হামাসের নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিবাদ ভেঙে দিতে’ দেখেছেন তিনি।
পুরো নাম জানাতে না চাওয়া মাজদি নামের আরেক প্রতিবাদকারী বলেন, “লোকজন ক্লান্ত।”
তিনি আরও বলেন, “গাজার ক্ষমতা থেকে হামাসের সরে যাওয়াই যদি সমাধান হয়, তাহলে জনগণকে রক্ষা করতে হামাস ক্ষমতা ছেড়ে দিচ্ছে না কেন?”
মঙ্গলবার সন্ধ্যায়ও টেলিগ্রাম অ্যাপে অজ্ঞাত উৎস থেকে বুধবার গাজার বিভিন্ন অংশে একই ধরনের প্রতিবাদ কর্মসূচী চালানোর জন্য গাজাবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।
ইসরায়েল নিয়মিতভাবে গাজাবাসীদের হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে থাকে। হামাস ২০০৭ সাল থেকে ছিটমহলটির ক্ষমতায় আছে। গাজায় হামাসের বিরুদ্ধে অসন্তোষের মাত্রা হিসাব করা কঠিন।
এ নিয়ে শেষ জরিপ চালিয়েছিল ফিলিস্তিন সেন্টার ফর পলিসি এন্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) গত সেপ্টেম্বরে। তাদের জরিপ অনুযায়ী, গাজার ৩৫ শতাংশ ফিলিস্তিনি জানিয়েছে তারা হামাসকে সমর্থন করে আর ২৬ শতাংশ জানিয়েছে তারা রামাল্লাভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলকে সমর্থন করে।
🚨 Breaking: Large-scale Protests Against Hamas in Gaza
"Down with Hamas, we’ve had enough, Hamas!”
"The people are demanding Hamas to release the hostages, to step down from ruling Gaza, and to end this war" pic.twitter.com/c9XzbeE4Hw
— Eitan Fischberger (@EFischberger) March 25, 2025