Published : 02 May 2025, 10:41 PM
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের বলেছেন, তিনি আগামী মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।
ট্রাম্প বিরোধী বার্তা দিয়ে কানাডার নির্বাচনে কার্নির জয়ের পর এটিই হবে দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ।
কানাডায় গত সোমবার নির্বাচন হয়েছে। এ নির্বাচনে চতুর্থবারের মতো জয় পেয়েছে কার্নির লিবারেল পার্টি।
এরপর শুক্রবার কার্নি প্রথমবারের মতো এক সাংবাদিক সম্মেলনে জনসম্মুখে হাজির হয়েই ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা বললেন।
ওয়াশিংটনে যাওয়ার পর দুটি বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, একটি হচ্ছে শুল্ক এবং আরেকটি হচ্ছে বৃহত্তর সম্পর্ক। এ দুটো বিষয় নিয়েই অবিলম্বে কথা বলার ইচ্ছা তার সবসময়ই ছিল বলে জানান কার্নি।
কানাডায় এবারের অনুষ্ঠিত নির্বাচনে কার্নির লিবারেল দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ।
ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলাতে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম ‘রাজ্য’ বানানোর হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনের আগে জাতির কাছে 'শক্তিশালী ম্যান্ডেট' চেয়েছিলেন।
ট্রাম্প যতই কানাডার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, ততই কার্নি নিজেকে কানাডার ত্রাতা হিসাবে তুলে ধরেছিলেন।
ভোটারদের তিনি বুঝিয়েছিলেন যে, ট্রাম্পের হুমকি থেকে কানাডার জাতীয় স্বার্থ রক্ষা করতে পারেন তিনিই। ভোটাররা তার দলের ওপরই আস্থা রেখেছে।
মঙ্গলবার জয় ঘোষণার পরই ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছিলেন কার্নি। বলেছিলেন তার দেশ ‘কখনও’ যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না।
সেই বক্তব্যের পর তিনি এবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলেছেন। কার্নি বলেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা চ্যালেঞ্জিং হবে তা তিনি আঁচ করতে পারছেন। কিন্তু কানাডাকে অটল থাকতে হবে। কারণ, ট্রাম্প এবং আমেরিকানরা শক্তিমত্তাকে সম্মান করে।
“আলোচনা সহজ হবে এমন ভান আমি করছি না। আলোচনা সোজা লাইনে এগুবে না। এলোমেলো, উঁচু-নীচু হবে...আমি কানাডার জন্য সবচেয়ে ভাল চুক্তি করতে লড়াই করব। কানাডার জন্য সবচেয়ে ভাল চুক্তিটিই গ্রহণ করব এবং যত সময় নেওয়া প্রয়োজন ততটাই নেব,” বলেন তিনি।
ডনাল্ড ট্রাম্প গত মঙ্গলবারেই কানাডার নির্বাচনে জয়ের জন্য মার্ক কার্নিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। কার্নি বলেন, ট্রাম্পের সঙ্গে তার ফলপ্রসূ আলাপ হয়েছে এবং তারা দুইজনই আগামী মঙ্গলবার সাক্ষাৎ করতে একমত হয়েছেন।