দেশটির বিদ্যুৎ বিতরণ কোম্পানি এনারজেক্স জানায়, কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলের প্রায় সোয়া তিন লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
Published : 09 Mar 2025, 12:11 PM
অস্ট্রেলিয়ায় উত্তরপূর্বাঞ্চীয় রাজ্য কুইন্সল্যান্ডে কিছুটা দুর্বল হওয়া ক্রান্তীয় ঘূর্ণিঝড় আলফ্রেডের কারণে প্রবল ঝড় ও ভারি বৃষ্টিপাত হচ্ছে, এতে রাজ্যটিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
রোববার কুইন্সল্যান্ডের লাখ লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
দেশটির বিদ্যুৎ বিতরণ কোম্পানি এনারজেক্স এক বিবৃতিতে জানায়, কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলের প্রায় সোয়া তিন লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। এই অঞ্চলের গোল্ড কোস্ট শহর ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির এক লাখ ১২ হাজারেরও বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
রয়টার্স জানায়, ১৬ দিন ধরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে থাকার পর আলফ্রেড অনেকটা শক্তি হারিয়ে শনিবার কুইন্সল্যান্ড উপকূলে আছড়ে পড়ে। এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য কুইন্সল্যান্ডের লাখ লাখ বাসিন্দা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। রাজ্যের রাজধানী ব্রিসবেন ঝড়ের মূল ধাক্কা থেকে রক্ষা পেয়েছে।
প্রতিবেশী রাজ্য নিউ সাউথ ওয়েলসের উত্তরপূর্ব উপকূলে ওপর দিয়েও ঝড়টি বয়ে গেছে। সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রোববার বলেছেন, “হঠাৎ বন্যা ও প্রবল বাতাসের কারণে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলে গুরুতর পরিস্থিতি বিরাজ করছে। ভারি বৃষ্টিপাত, প্রবল দমকা হাওয়া ও উপকূলীয় ঢেউয়ের তোড় আসছে দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।”
দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে হঠাৎ বন্যা দেখা দিতে পারে, এতে ব্রিসবেনের পাশাপাশি কুইন্সল্যান্ডের মধ্যাঞ্চলীয় ইপসউইচ, সানশাইন কোস্ট ও গিম্পি শহর ক্ষতিগ্রস্ত হতে পারে।
ব্যুরো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রাজ্যটির ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারে ঝড় বয়ে যেতে পারে।
রোববার ব্রিসবেন বিমানবন্দর ফের চালু হলেও সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তারা বলেছে, “চলমান আবহাওয়া পরিস্থিতির কারণে সূচী হেরফের হতে পারে।”
কুইন্সল্যান্ড রাজ্যের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, রোববার কুইন্সল্যান্ড সিদ্ধান্ত নেবে খারাপ আবহাওয়ার কারণে রাজ্য পরিচালিত ১০০০ স্কুল বন্ধ রেখে সোমবার খোলা হবে কি না।
শনিবার নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলে বন্যার পানিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর দুটি গাড়ি লিসমোর শহরের বাসিন্দাদের সাহায্য করতে যাওয়ার সময় দুর্ঘটনার পড়ে। এতে সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।