বাসটি ইয়োকাইয়া জেলার একটি পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) গভীর গিরিসঙ্কটে পড়ে যায়।
Published : 18 Feb 2025, 01:13 PM
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়োকাইয়া জেলার একটি পাহাড়ি পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) গভীর গিরিসঙ্কটে পড়ে যায়।
এক পুলিশ কর্মকর্তা স্থানীয় হাসপাতাল থেকে রয়টার্সকে বলেন, “চালক সম্ভবত বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।”
এই পুলিশ কর্মকর্তা জানান, পর্বতের মধ্য দিয়ে যাওয়া পথটি আঁকাবাঁকা ও এতে অনেক তীক্ষ্ণ বাঁক আছে। এ দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে বাসটির গতি।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও চারজন শিশু।
হাসপাতালের এক কর্মকর্তা ভিডিও বার্তায় বিবিসিকে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, চলতি বছর বলিভিয়ায় হওয়া সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী।
বলিভিয়ায় প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসেও দেশটির পোতোসি শহর অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারান।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ বাসিন্দার দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১৪০০ মানুষের মৃত্যু হয়।