গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরে একটি ময়লার ঝুড়ির পাশে ৩১ ইঞ্চির মাথাবিহীন এই মূর্তি দেখতে পান এক বাসিন্দা।
Published : 23 Jan 2025, 07:49 PM
গ্রিসের থেসালোনিকি শহরের কাছে একটি আবর্জনার ব্যাগে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার বছরের পুরনো একটি মার্বেল পাথরের নারী মূর্তি পাওয়া গেছে। পুলিশ বুধবার একথা জানিয়েছে।
সিএনএন লিখেছে, গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর নিওই এপিভেতেস শহরে একটি ময়লার ঝুড়ির পাশে ৩১ ইঞ্চির মাথাবিহীন এই মূর্তি দেখতে পান এক বাসিন্দা।
তিনি এটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিকরা এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে বিশেষজ্ঞরা মূর্তিটি প্রায় ৩২০ এবং ৩০ খ্রিস্টপূর্বাব্দের হেলেনিস্টিক যুগের বলে চিহ্নিত করেছেন। এ সময়টি অ্যালেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর শিল্প ও সংস্কৃতির বিকাশের সময় হিসাবে চিহ্নিত হয়েছিল।
মুর্তিটি এখন আরও বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে এটি সংরক্ষণ ও গবেষণার জন্য স্থানীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ওদিকে, এই মূর্তি কে ফেলে রেখে গেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়। তবে অল্প সময়ের ভেতরই তাকে ছেড়েও দেওয়া হয়।
প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত দেশ গ্রিসে আকস্মিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সাধারণ ঘটনা। প্রায়ই ভবন নির্মাণ বা মাটি খননের সময় এমন প্রাচীন নিদর্শন পাওয়া যায়।
গত ডিসেম্বরে গ্রিসের রাজধানী এথেন্সে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বসানোর সময় একটি ইটের খাঁচায় রোমান যুগের দেবতা হার্মেসের একটি মূর্তি আবিস্কার করেছিল শ্রমিকরা।
সম্প্রতি থেসালোনিকি শহরে কয়েক দশক ধরে চলা মেট্রো নির্মাণের সময় আবিষ্কৃত হয় বহু প্রাচীন নিদর্শন।
এর মধ্যে মার্বেল পাথরে বাঁধানো রোমান যুগের রাস্তা এবং গ্রিক, বাইজেন্টাইন ও অটোমান আমলের শতসহস্র নিদর্শন রয়েছে। এসব নিদর্শন এখন শহরের সাবওয়ে স্টেশনগুলোতে প্রদর্শিত হচ্ছে।