লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
Published : 11 Oct 2024, 06:06 PM
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর হামলার নিন্দা জানিয়ে ইহুদি রাষ্ট্রটির কাছে কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি পর্যবেক্ষণ পোস্টে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে দুই রক্ষী আহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধরত ইসরায়েলি বাহিনী এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো তাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে শান্তিরক্ষীরা অভিযোগ করেছে।
লেবাননে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে স্পেনের সেনারাও কাজ করছেন। তবে ইসরায়েলের হামলায় তাদের কেউ আঘাত পাননি বলে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার নিশ্চিত করে জানিয়েছেন।
রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, লেবাননে স্পেনের ৬৫০ জন শান্তিরক্ষী মোতায়েন আছেন আর দেশটির একজন জেনারেল মিশনটির নেতৃত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির জন্য ইসরায়েলের সমালোচনা করে আসছে স্পেন।
শুক্রবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে এক বৈঠকের পর সানচেজ বলেন, “ইসরায়েলি সশস্ত্র বাহিনী লেবাননে জাতিসংঘ মিশনের ওপর হামলা চালাচ্ছে, এর নিন্দা ও সমালোচনা জানাই।”
সানচেজ জানান, স্পেন ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রেখেছে। ওই অঞ্চলে সংঘাত বৃদ্ধি রোধ করার জন্য বিশ্বের অন্য দেশগুলোর প্রতি তিনি একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমি মনে করি মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বিবেচনা করে বিশ্ব সম্প্রদায়ের জরুরিভিত্তিতে ইসরায়েলের সরকারের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করা উচিত।”